Logo

ক্রিকেট

মিরপুর টেস্টে চালকের আসনে টাইগাররা, ফলোঅনের শঙ্কায় আয়ারল্যান্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১৭:৩২

মিরপুর টেস্টে চালকের আসনে টাইগাররা, ফলোঅনের শঙ্কায় আয়ারল্যান্ড

মুশফিকুর রহিমের শততম টেস্টে দারুণ এক দিন কাটাল বাংলাদেশ। দ্বিতীয় দিনের শুরু ও শেষে আধিপত্য দেখিয়ে আয়ারল্যান্ডকে ফলো অনের শঙ্কায় ফেলেছে টাইগাররা। ৯৮ রানে ৫ উইকেট হারিয়ে দিন শেষ করেছে আইরিশরা।

সকালে মুশফিকুর রহিম তার শততম টেস্টে তুলে নেন দৃষ্টিনন্দন সেঞ্চুরি। লিটন দাস খেলেন অসাধারণ ১২৮ রানের ইনিংস, আর মিরাজের মূল্যবান ৪৭ রানে ভর করে বাংলাদেশ প্রথম ইনিংসে সংগ্রহ করে বিশাল ৪৭৬ রান। শেষ দিকে টেলএন্ডারদের অবদানও স্কোরবোর্ড সমৃদ্ধ করে। আয়ারল্যান্ডের অ্যান্ডি ম্যাকব্রাইন ক্যারিয়ারসেরা বোলিঙে ৬ উইকেট শিকার করেন।

ব্যাট হাতে আত্মবিশ্বাসী শুরু করেছিলেন স্টার্লিং, তবে হঠাৎই ছন্দপতন। লাইন ক্রস করে খেলতে গিয়ে খালেদের বলে এলবিডব্লিউ হন তিনি। আক্রমণে এসেই আঘাত হানেন হাসান মুরাদ- আউট করেন বালবার্নিকে।

মিরাজের দুর্দান্ত বলে এলবিডব্লিউ হন কারমাইকেল। আরেক দফা ধাক্কা দেন মুরাদ- এই লেফট-আর্ম স্পিনারের সোজা-সাপ্টা বলেই বোল্ড হয়ে যান ক্যাম্ফার, কোনো রান না করেই।

দিনের শেষে আয়ারল্যান্ড ৯৮ রানে ৫ উইকেট হারিয়ে বিপর্যস্ত। বাংলাদেশের লিড এখনো ৩৭৮ রান।

হাসান মুরাদ ১০ ওভার বোলিং করে মাত্র ১০ রান দিয়ে নিয়েছেন ২ গুরুত্বপূর্ণ উইকেট। অন্যদিকে মিরাজ ও খালেদও সমান কার্যকর ভূমিকা রাখেন।

আইএইচ/ 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর