Logo

ক্রিকেট

আইরিশদের বিপক্ষে ১ম টি-টোয়েন্টিতে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১৭:৫৪

আইরিশদের বিপক্ষে ১ম টি-টোয়েন্টিতে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আইরিশদের বিপক্ষে ১ম টি-টোয়েন্টিতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অধিনায়ক লিটন দাস। বাংলাদেশ সর্বশেষ টি–টোয়েন্টি খেলেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই সিরিজের তৃতীয় ম্যাচের দল থাকা ১১ জনের তিনজন নেই এই ম্যাচে। আজ একাদশে ফিরেছেন তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান। 

বাংলাদেশ নিজেদের সর্বশেষ টি–টোয়েন্টি ম্যাচটা খেলেছিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামেই। আগামী বছরের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে ভারত এবং শ্রীলঙ্কায়। বিশ্বকাপের আগে এটাই বাংলাদেশের শেষ সিরিজ। আইরিশদের বিপক্ষেই বিশ্বকাপের প্রস্তুতি নেবে লিটন দাসের দল। 

বাংলাদেশ একাদশ :

লিটন দাস, তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, জাকের আলী, তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান ও শরীফুল ইসলাম।

আয়ারল্যান্ড দল

পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লোরকান টাকার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডাইর, ব্যারি ম্যাকার্থি, ম্যাথু হামফ্রিস ও জশ লিটল।

আইএইচ/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর