Logo

ভিডিও

বাঁচার আকুতি নিয়ে জয়ন্ত তাকিয়ে আছে আপনার দিকে

Icon

এম বুরহান উদ্দীন ঝিনাইদহ

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১২:২৫

হতদরিদ্র বাবা-মায়ের একমাত্র সন্তান জয়ন্ত কুমার। বয়স সাড়ে তিন বছর। তার বয়সী শিশু-কিশোরেরা যেখানে বন্ধুদের সঙ্গে খেলাধুলা, দৌড়াদৌড়ি, ছোটাছুটি করতে ব্যস্ত; সেখানে শিশু জয়ন্ত বাঁচার আকুতি নিয়ে চেয়ে আছে আমাদের দিকে।

 

কোমলমতি এই শিশুটির হার্টে রয়েছে তিনটি ছিদ্র। মাত্র সাড়ে তিন বছর বয়সেই জীবনের সবচেয়ে কঠিন লড়াই লড়ছে  শিশুটি। আর তাকে বাঁচাতে তাঁর পরিচ্ছন্নতাকর্মী বাবা-মা ঘুরছেন মানুষের দ্বারে দ্বারে।

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনে অস্থায়ীভাবে কাজ করেন জয়ন্তের বাবা। সামান্য আয় দিয়ে পরিবারের খরচ চালানোই যেখানে কঠিন, সেখানে জয়ন্ত’র চিকিৎসা হয়ে উঠেছে এক দুঃস্বপ্ন। ছেলের নিঃশ্বাসের কষ্ট আর কান্না;সব মিলিয়ে পরিবারের প্রতিটি রাত কাটে উদ্বেগ আর শঙ্কায়। 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর