Logo

ভিডিও

গরু জবাই করে মেহমান দাওয়াত দিয়ে ১৫০ দলের জমজমাট হাডুডু

Icon

এমএ হালিম

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ২১:৩৩

গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা হাডুডু রক্ষা ও জনপ্রিয়তা ধরে রাখতে সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর এক আয়োজন। গরু জবাই করে শত শত মেহমানকে দাওয়াত দিয়ে দিনব্যাপী জমজমাট হাডুডু খেলার আসর বসায় গ্রামবাসী।

জেলার হাছনবাহার, বুড়িস্থল, আলমপুর, শান্তিগঞ্জ, জয়কলসসহ আশপাশের গ্রাম থেকে প্রায় ১৫০টি দল অংশ নেয় এই প্রতিযোগিতায়। মাঠের চারপাশে হাজারো দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা। খেলার মাঠে বসে দোকানপাটও।

কিশোর, তরুণসহ নানা বয়সের খেলোয়াড়রা অংশ নেন হাডুডু খেলায়। গর্জন, হাততালি আর উল্লাসে মুখরিত হয়ে ওঠে চারদিক। প্রতিপক্ষের মাঠে ঢুকে শ্বাসরুদ্ধকর উত্তেজনায় প্রতিদ্বন্দ্বীকে এড়াতে কৌশলে ফিরে আসার দৃশ্য মুগ্ধ করে দর্শকদের।

বৃষ্টির মধ্যেও দূরদূরান্ত থেকে ছুটে আসা হাজারো দর্শক প্রমাণ করে দিয়েছে— হাডুডুর কদর এখনো কমেনি। একজন দর্শক বলেন, আগে এই খেলা খুব হতো। এখন তো মানুষ খেলাটি ভুলতে বসেছে। এমন জমজমাট আয়োজনে আমরা খুব আনন্দ পেয়েছি।

সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের জাতীয় খেলা হিসেবে স্বীকৃত হলেও হাডুডুর চর্চা আজ সীমাবদ্ধ হয়ে পড়েছে গ্রামবাংলায়। ঐতিহ্যবাহী হাডুডু খেলাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সরকারের ভূমিকা জোরদার করা এখন সময়ের দাবি। 

এইচকে/এএইচ/ওকেআর/এনআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর