Logo

সারাদেশ

চাঁদপুরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১৯:৩১

চাঁদপুরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

চাঁদপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১ মার্চ) দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

মৃত শিশুরা হলেন- সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের রামদাসদী গ্রামের মাইমুনা (৩), বাগাদী ইউনিয়নের সকদী এলাকার মিরাজ (দেড় বছর) ও হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও গ্রামের জুনায়েদ হোসেন (২)।

মাইমুনা ও জুনায়েদের স্বজনরা জানান, পরিবারের সদস্যরা রান্নাবান্নায় ব্যস্ত ছিল। ঘরের পাশেই ছিল একটি পুকুর। হঠাৎ তারা কোথাও দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে পুকুরে তাদের ভেসে উঠতে দেখা যায়। এরপর তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

মিরাজের পরিবার জানায়, সকালে বাড়িতে খেলাধুলা করছিল মিরাজ। একপর্যায়ে সবার অগোচরে পুকুরে ডুবে যায়। খোঁজাখুঁজি শেষে পানিতে ভেসে উঠলে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাসের আবুল হাসান বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত পানিতে ডুবে মারা যাওয়া তিনজন শিশুকেই হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে।

আলআমিন ভূঁইয়া/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর