Logo

আন্তর্জাতিক

আল-আকসা মসজিদের মাইক নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১২:০১

আল-আকসা মসজিদের মাইক নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

ইসরায়েলি দখলদার বাহিনী গতকাল আল-আকসা কম্পাউন্ডের কিবলি মসজিদে হামলা চালায়। এসময় তারা মসজিদের লাউডস্পিকার (মাইক) জব্দ করে। 

ফিলিস্তিনি মিডিয়া সেন্টার স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, মাইক নিয়ে তারা আল-আকসা কম্পাউন্ড এলাকা থেকে সরে যায়।

ইসরায়েলি বাহিনী দখলকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের জেরুজালেমে প্রবেশ ও আল-আকসা মসজিদে নামাজ আদায় করতে বাধা দিচ্ছে। কেবলমাত্র ৪০ বছরের বেশি বয়সী ফিলিস্তিনি নারী যাদের ফিলিস্তিনের পরিচয়পত্র রয়েছে, তাদেরই শহরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

আল-আকসা মসজিদ বর্তমানে গুরুতর হুমকির সম্মুখীন। কারণ সেখানে চলমান খননকাজ ও ইহুদিকরণ প্রকল্প বেশ দ্রুততার সাথে চালানো হচ্ছে।

সর্বশেষ প্রস্তাবনায় ইসরায়েলি সংসদ নেসেটের সদস্য আমিত হালেভি মসজিদটি বিভক্ত করার পরিকল্পনা দিয়েছেন। আল-আকসার ৭০ শতাংশের বেশি অংশ ইসরায়েলের নিয়ন্ত্রণে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এই ঘটনা তখনই ঘটল যখন ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের জেনিন, তুলকারমসহ বিভিন্ন শরণার্থী শিবিরে জানুয়ারি থেকে ক্রমাগত আক্রমণ জোরদার করেছে।

ওএফ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আল-আকসা ইসরায়েল ফিলিস্তিন পশ্চিম তীর গাজা যুদ্ধ মধ্যপ্রাচ্য ইসলাম মসজিদ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর