Logo

আন্তর্জাতিক

মস্কোতে শক্তিশালী ড্রোন হামলা, নিহত ১

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১২:২৬

মস্কোতে শক্তিশালী ড্রোন হামলা, নিহত ১

রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের এলাকায় বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে অন্তত একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

আঞ্চলিক গভর্নর আন্দ্রেই নিশ্চিত করে বলেন, মস্কোর পাশের ভিদনোয় ও দোমোদেদোভো শহরে হামলার ঘটনা ঘটেছে। এতে একটি আবাসিক ভবনের সাতটি অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, মস্কোর দিকে আসা ৭৩টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। একটি ভবনের ছাদ ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ হামলার পর মস্কোর কিছু অঞ্চলে ট্রেন চলাচল বন্ধ করা হয়। পাশাপাশি মস্কোর শেরেমেতিয়েভো, দোমোদেদোভো ও ভনুকোভো বিমানবন্দরে ফ্লাইট নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এই হামলাকে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা শুরুর পর অন্যতম বড় হামলা হিসেবে দেখা হচ্ছে।

হামলাটি এমন এক সময় ঘটল, যখন সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনার জন্য গুরুত্বপূর্ণ একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আঞ্চলিক গভর্নর ভোরোবিয়েভ সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি প্রকাশ করেছেন। যেখানে ক্ষতিগ্রস্ত অ্যাপার্টমেন্ট ও পুড়ে যাওয়া গাড়ির দৃশ্য দেখা গেছে।

তিনি জানান, ৩ শিশুসহ ১২ জনকে তাদের ক্ষতিগ্রস্ত ফ্ল্যাট থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পরে দাবি করেছে যে, মস্কোসহ নয়টি রুশ অঞ্চলে মোট ৩৩৭টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত বা ধ্বংস করা হয়েছে।

ইউক্রেন এই হামলা নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে, একই রাতে কিয়েভসহ ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলা হয়েছে বলে ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন। তাৎক্ষণিকভাবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ওএফ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

রাশিয়া ইউক্রেন যুদ্ধ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ড্রোন হামলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর