প্রতিবেশীদের সুসজ্জিত ইফতার উপহার সৌদির প্রাচীন ঐতিহ্য
ইমাম হুসাইন
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১৫:৫৫
সৌদি আরবে পবিত্র রমজান মাস এলেই প্রতিবেশীদের মাঝে ইফতার বিতরণের এক চমৎকার ঐতিহ্য দেখা যায়। যুগ যুগ ধরে চলে আসা এই সংস্কৃতি আজও জীবন্ত রয়েছে; বরং আধুনিকতার ছোঁয়ায় তাতে প্রতিনিয়ত নতুন মাত্রা যোগ করা হচ্ছে।
বিশেষ করে, সৌদির উত্তরাঞ্চলে এই ঐতিহ্য বেশ সমৃদ্ধ। রমজানের সন্ধ্যা ঘনিয়ে এলে শহরের অলিগলিতে এক হৃদয়গ্রাহী দৃশ্য দেখা যায়—পরিবারের নারীরা যত্নসহকারে সুসজ্জিত ট্রেতে ইফতার সামগ্রী সাজিয়ে প্রতিবেশীদের ঘরে পৌঁছে দেন। এটি শুধু সৌজন্যতা নয়; বরং পারস্পরিক বন্ধন দৃঢ় করার একটি মাধ্যম হিসেবেও বিবেচিত হয়।
সৌদি নারীরা প্রতিবেশীদের জন্য ইফতার পাঠানোর আগে বিশেষ প্রস্তুতি নিয়ে থাকেন। রমজান শুরু হওয়ার আগেই তারা নতুন ট্রে, বিশেষ পাত্র ও সজ্জাসামগ্রী সংগ্রহ করেন, যাতে ইফতার উপহারটি আকর্ষণীয় দেখায়। খেজুর, সাম্বুসা, হরিশ, মাংসের কাবাবসহ ঐতিহ্যবাহী খাবার ইফতার ট্রেতে স্থান পায়। অনেক পরিবার প্রতিদিনই বিভিন্ন ধরনের বিশেষ খাবার প্রস্তুত করে, যা রমজানের স্বাদকে আরও সমৃদ্ধ করে।
এই রীতি সৌদির মানুষের মধ্যে আত্মীয়তা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করে তোলে। উত্তরাঞ্চলের অধিবাসীরা জানান, তাদের পূর্বপুরুষরাও এই প্রথা পালন করতেন এবং আজও তারা তা ধরে রেখেছেন। প্রতিবেশীদের ইফতারে অংশগ্রহণ করিয়ে তারা যে মানসিক প্রশান্তি পান, তা অন্য কিছুর সঙ্গে তুলনীয় নয়।
সৌদি আরবে ইফতার বিতরণের এই সংস্কৃতি শুধু সৌজন্যতার বহিঃপ্রকাশ নয়; বরং এটি একটি গভীর সামাজিক ও ধর্মীয় বন্ধনের প্রতীক। যুগ বদলালেও সৌদি সমাজে এই ঐতিহ্য অটুট রয়েছে এবং সময়ের সাথে তা আরও সুন্দর ও বিস্তৃত হচ্ছে।
সূত্র : উর্দু নিউজ

