Logo

আন্তর্জাতিক

বাংলাদেশের নাগরিক রেশন তোলেন ভারতে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১৬:১৪

বাংলাদেশের নাগরিক রেশন তোলেন ভারতে

ভারতের মুর্শিদাবাদের জলঙ্গি এলাকার বুলবুল আহমেদ বকুল নামের এক ব্যক্তি দুই দেশের নাগরিকত্ব বহন করছেন বলে অভিযোগ উঠেছে। ভারতের ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ডসহ বিভিন্ন পরিচয়পত্র নিয়ে তিনি নিয়মিত রেশন তুলছেন, যদিও তার পরিবার দাবি করেছে যে তিনি বর্তমানে বাংলাদেশের ঢাকায় বাস করছেন।

পরিবার সূত্রে জানা গেছে, ২০১৯ সালে লোকসভা ভোটে অংশ নেন বকুল। এরপর ২০২০ সালে তার বাবা বুলবুল আহমেদ বকুলের নামে জমি রেজিস্ট্রি করেন। বকুলের কাছে ভারত ও বাংলাদেশের নাগরিকত্বের পাশাপাশি রেশন কার্ডও রয়েছে, যা নিয়মিতভাবে ব্যবহার করছেন তিনি।

বকুলের বাবার দাবি, তার ছেলে বাংলাদেশে বিয়ে করেছেন এবং সেখানে বসবাস করছেন। তবে তার ভারতীয় পরিচয়পত্র কীভাবে সম্ভব হলো, তা নিয়ে কোনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি।

এ বিষয়ে জলঙ্গির তৃণমূল বিধায়ক আব্দুর রাজ্জাক বলেছেন, হয়তো এখানকার ভোটার লিস্ট থেকে নামটা কাটানো হয়নি। অনেক ভুল হতে পারে। সচেতনতা বাড়ানোর প্রয়োজন রয়েছে।

  • এমজে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ভারত রেশন নাগরিক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর