পাকিস্তানে যাত্রীবোঝাই ট্রেন অপহরণ করল বালুচিস্তানের বিদ্রোহীরা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১৭:৫৭

পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে আবারও বিদ্রোহীরা হামলা চালিয়েছে। স্বাধীনতাপন্থি সশস্ত্র বালুচ গোষ্ঠী বিএলএ (বালুচ লিবারেশন আর্মি) একটি যাত্রীবোঝাই ট্রেন অপহরণ করেছে। ফলে প্রায় ১০০ জন যাত্রীকে পণবন্দি করা হয়েছে। এ ঘটনার পর পাকিস্তান জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পাকিস্তান সেনা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
পাক সংবাদমাধ্যম ‘দ্য ডন’ সূত্রে জানা যায়, ১০ মার্চ বালুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেনটি অপহরণ করা হয়। ট্রেনটিতে প্রায় ৫০০ যাত্রী ছিল, যার মধ্যে ১০০ জনেরও বেশি যাত্রীকে বালুচ বিদ্রোহীরা পণবন্দি করেছে।
পাক রেল দপ্তরের আধিকারিক মহম্মদ কাশিফ জানিয়েছেন, এই ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা ৬ জন সেনাকর্মী বিদ্রোহীদের গুলিতে নিহত হয়েছেন। বিএলএ-র পক্ষ থেকে এই হামলার দায় স্বীকার করা হয়েছে। দাবি করা হয়েছে, তারা ১০০ জন যাত্রীকে পণবন্দি করেছে।
বালুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ জানিয়েছেন, ট্রেনটি পেহরো কুনরি এবং গাদালারের মাঝামাঝি অঞ্চলে অপহরণ করা হয়েছে। সশস্ত্র বিদ্রোহীরা ট্রেনের দখল নেয় এবং এলোপাতাড়ি গুলি চালিয়ে অভিযান শুরু করে।
তিনি আরও জানিয়েছেন, অপহৃত ট্রেনটিকে পাহাড়ঘেরা রেলপথের আট নম্বর টানেলে নিয়ে যাওয়া হয়েছে।
এ ঘটনার পর বালুচিস্তান প্রাদেশিক সরকার ‘চূড়ান্ত সতর্কতা’ জারি করেছে এবং পাকিস্তান সেনা অপহৃত ট্রেনটি দখলমুক্ত করার জন্য অভিযান শুরু করতে পারে। বালুচিস্তান পাকিস্তানের বৃহত্তম প্রদেশ। প্রাকৃতিক সম্পদে ভরপুর হলেও সেখানে স্থানীয় জনগণের প্রতি নির্যাতন এবং সম্পদের লুটের অভিযোগ রয়েছে। স্বাধীনতাপন্থি গোষ্ঠীগুলি এই অঞ্চল থেকে পাকিস্তানি কর্তৃত্ব প্রত্যাহারের জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম চালিয়ে আসছে।
- এমজে