Logo

আন্তর্জাতিক

যাত্রীসহ পাকিস্তানে ট্রেন হাইজ্যাক, উদ্ধার অভিযান শুরু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১৮:৫৫

যাত্রীসহ পাকিস্তানে ট্রেন হাইজ্যাক, উদ্ধার অভিযান শুরু

পাকিস্তানের বেলুচিস্তানে জাফর এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক করেছে সন্ত্রাসীরা। এরপর যাত্রীদের জিম্মি করে রেখেছে তারা। দীর্ঘদিন ধরে স্বাধীনতার দাবিতে লড়াই করা বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এ ঘটনার দায় স্বীকার করেছে।

মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় ডেইলি জংগ ও জিও নিউজ বিষয়টি নিশ্চিত করেছে। পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো বলছে, জিম্মিদের মধ্যে বেশিরভাগ নারী ও শিশু। 

কোয়েটার সিনিয়র রেলওয়ে কর্মকর্তা মুহাম্মদ কাশিফ এএফপিকে জানান, ট্রেনটিতে নারী ও শিশুসহ ৪৫০ জনেরও বেশি যাত্রী রয়েছেন, যারা এখন বন্দুকধারীদের জিম্মিতে রয়েছেন।

দেশটির নিরাপত্তা বিভাগ জানিয়েছে, বেলুচিস্তানের বোলানপাসের দুর্গম একটি স্থানে ট্রেনটিকে হ্যাইজ্যাক করেছে সন্ত্রাসীরা। 

একটি টানেল মতো জায়গায় ট্রেনটি থামিয়ে যাত্রীদের জিম্মি করা হয়েছে। মহাসড়ক থেকে দূরে ও দুর্গম এলাকা হওয়া সত্ত্বেও এরই মধ্যে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে এবং পুরো এলাকা ঘিরে রেখেছে।

নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, উদ্ধার অভিযান শুরুর পর সন্ত্রাসীরা তাদের বিদেশি সহায়তাকারীদের সাথে যোগাযোগ শুরু করেছে। তবে তাদের নির্মূল করার আগ পর্যন্ত নিরাপত্তা বাহিনী এই অভিযান অব্যাহত রাখবে।

তবে এর আগে সন্ত্রাসীরা ঘোষণা দিয়েছিল যে, তাদের বিরুদ্ধে যে কোনো সামরিক অভিযান হলে সমস্ত জিম্মিকে হত্যা করা হবে।

দীর্ঘদিন ধরে বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ চলছে। বিদ্রোহীরা অভিযোগ করে আসছে, সরকার ও বিদেশি কোম্পানিগুলো প্রদেশের প্রাকৃতিক সম্পদ লুট করছে, অথচ স্থানীয় জনগণের ভাগ্যে উন্নতি আসছে না। আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকাগুলোতে সহিংসতা বেড়েছে।

২০২৪ সালেই পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১,৬০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, যা গত এক দশকের মধ্যে সবচেয়ে বেশি, জানিয়েছে ইসলামাবাদভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ।

এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএলএ বিদ্রোহীরা এক বাস থামিয়ে সাতজন পাঞ্জাবি যাত্রীকে হত্যা করে। ২০২৩ সালে সংগঠনের চালানো সমন্বিত হামলায় অন্তত ৩৯ জন নিহত হয়েছিল, যাদের বেশিরভাগই জাতিগত পাঞ্জাবি ছিলেন।

গত নভেম্বরে কোয়েটার প্রধান রেলস্টেশনে এক বোমা হামলার দায়ও বিএলএ স্বীকার করেছিল, যেখানে ১৪ জন সেনাসদস্যসহ মোট ২৬ জন নিহত হন। আজকের ঘটনাও তারা পূর্বপরিকল্পিতভাবে ঘটিয়েছে।

ডিআর/বিএইচ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পাকিস্তান ট্রেন হাইজ্যাক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর