Logo

আন্তর্জাতিক

তুরস্ক হবে ‘শান্তি কূটনীতির’ কেন্দ্রবিন্দু : এরদোয়ান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০৯:৫০

তুরস্ক হবে ‘শান্তি কূটনীতির’ কেন্দ্রবিন্দু : এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান /ছবি : সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, আঙ্কারা নিজেকে ‘শান্তি কূটনীতির’ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করছে।  

বুধবার রাজধানী আঙ্কারা থেকে দেওয়া এক বক্তব্যে এরদোয়ান বলেন, আমরা তুরস্ককে শুধু এ অঞ্চলের স্থিতিশীলতার উৎস হিসেবে নয়, বরং ‘শান্তি কূটনীতির’ অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত করছি। আমরা এমন এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, যেখানে আমাদের অঞ্চলসহ পুরো বিশ্বে উত্তেজনা, যুদ্ধ ও ভ্রাতৃঘাতী সংঘাত চলছে।

তিনি বলেন, সুদানে আমাদের ভাইয়েরা দীর্ঘদিন ধরে অস্থিরতার চক্রের শিকার। আমরা দেখছি সোমালিয়া, লিবিয়া, ইয়েমেন ও আফগানিস্তানও কঠিন পরীক্ষার মুখোমুখি হচ্ছে।  

এরদোয়ান আরও বলেন, তুরস্ক শুধু কল্যাণের পতাকা উড়িয়ে যাচ্ছে না, বরং বিশ্বজুড়ে—বিশেষ করে যেখানে অবিচার চলছে—সেখানে শান্তি, নিরাপত্তা ও আস্থার পরিবেশ সৃষ্টি করছে।

ওএফ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

এরদোয়ান তুরস্ক যুদ্ধ আন্তর্জাতিক সংঘাত মধ্যপ্রাচ্য

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর