Login রবিবার, ১৮ মে ২০২৫
Logo Logo
লাইভ ই-পেপার আর্কাইভ কনভার্টার
Logo
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলা
  • মতামত
  • রাজধানী
  • জীবনানন্দ
  • ধর্ম
  • ভিডিও

ভিডিও

আর্কাইভ

সব বিভাগ

বাংলা কনভার্টার

সোশ্যাল মিডিয়া

আন্তর্জাতিক

পাকিস্তানে ছিনতাই হওয়া ট্রেনের সব যাত্রী উদ্ধার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১০:১৫

অ

পাকিস্তানে ছিনতাই হওয়া ট্রেনের সব যাত্রী উদ্ধার

পাকিস্তানের বেলুচিস্তানে উগ্রবাদীদের দ্বারা ছিনতাই হওয়া জাফর এক্সপ্রেস ট্রেনের সব যাত্রীকে ‍মুক্ত করা হয়েছে। দেশটির সেনাবাহিনী বুধবার রাতে উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করেছে।  

সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ও তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার পৃথক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

Walton

লেফটেন্যান্ট জেনারেল শরীফ বলেন, ট্রেনটি বোলানের মাশকাফ সুড়ঙ্গের কাছে আটকা পড়েছিল। তবে এখন তা সম্পূর্ণভাবে জঙ্গিমুক্ত। অভিযানে ৩৩ সন্ত্রাসী নিহত হয়েছে।

যদিও ট্রেনে ৪৪০ জন যাত্রী ছিলেন বলে জানানো হয়েছে। ঠিক কতজনকে উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা হয়নি।

তবে এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা পাকিস্তানের ডন পত্রিকাকে জানিয়েছেন, উদ্ধার অভিযান ধাপে ধাপে পরিচালিত হয়। প্রথম ধাপে ১০০ জনের বেশি যাত্রীকে মুক্ত করা হয়। এরপর দ্বিতীয় ধাপে আরও ৮০ জনকে উদ্ধার করে মাচ শহরে পাঠানো হয়।

এছাড়া দুজন রেলওয়ে পুলিশসহ বেশ কিছু যাত্রী কোনোভাবে পালিয়ে কোয়েটায় পৌঁছাতে সক্ষম হন।

আইএসপিআর জানায়, এ ঘটনায় ২১ জন যাত্রী প্রাণ হারিয়েছেন এবং চারজন ফ্রন্টিয়ার কর্পস (এফসি) সদস্য নিহত হয়েছেন।  

সেনাবাহিনী, বিমানবাহিনী, ফ্রন্টিয়ার কর্পস ও স্পেশাল সার্ভিসেস গ্রুপ (এসএসজি) যৌথভাবে এই উদ্ধার অভিযানে অংশ নেয়।  

আইএসপিআর প্রধান বলেন, এলাকাটি দুর্গম হওয়ায় সেখানে যাওয়া ছিল অত্যন্ত কঠিন। কারণ এটি মূল সড়ক ও জনবসতি থেকে অনেক দূরে। জঙ্গিরা নারী ও শিশুদের মানবঢাল হিসেবে ব্যবহার করছিল।

সেনাবাহিনীর স্নাইপাররা আত্মঘাতী হামলাকারীদের নিশানা করে। যার ফলে জিম্মিরা নিরাপদে পালানোর সুযোগ পায়।  

লেফটেন্যান্ট জেনারেল শরীফ বলেন, এই জঙ্গিরা স্যাটেলাইট ফোনের মাধ্যমে আফগানিস্তানে তাদের সমর্থক ও পরিকল্পনাকারীদের সঙ্গে যোগাযোগ রাখছিল।

তিনি আরও বলেন, এই ঘটনার পর পরিস্থিতি বদলে গেছে। কারণ এদের কোনো সংযোগ বেলুচিস্তানের স্থানীয় জনগণের সঙ্গে নেই, এমনকি ধর্মের সঙ্গেও নেই।

আইএসপিআর একটি ড্রোন ফুটেজ প্রকাশ করেছে, যেখানে ট্রেনের চারপাশে তিনটি আলাদা স্থানে জিম্মিদের জড়ো হয়ে বসে থাকতে দেখা যায়। তাদের পাহারা দিচ্ছিল আত্মঘাতী হামলাকারীরা, যা উদ্ধার অভিযানকে আরও জটিল করে তুলেছিল।

লেফটেন্যান্ট জেনারেল শরীফ অভিযোগ করেন, ভারতীয় মিডিয়া ও কিছু রাজনৈতিক গোষ্ঠী ঘটনাটিকে ভুলভাবে উপস্থাপন করেছে। যা সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকদের মুখোশ খুলে দিয়েছে।  

তিনি বলেন, দুঃখজনকভাবে, কিছু রাজনৈতিক গোষ্ঠী কেবল ক্ষমতার লোভে জাতীয় স্বার্থকে বিসর্জন দিচ্ছে।  

তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারও ভারতীয় মিডিয়ার মিথ্যাচার ও বিষয়টিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের নিন্দা জানান।  

লেফটেন্যান্ট জেনারেল শরীফ বলেন, যারা এই হামলার সঙ্গে জড়িত, তাদের সবাইকে বিচারের মুখোমুখি করা হবে। ট্রেনের প্রতিটি বগি ও আশপাশের এলাকা বোমা নিষ্ক্রিয়কারী দল পরীক্ষা করছে, কোনো লুকানো বিস্ফোরক আছে কিনা।  

ওএফ

সম্পর্কিত

ভিডিও

পঠিত

মন্তব্য করুন

Ad
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সব খবর

সব খবর

আন্তর্জাতিক

Logo Logo

সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন

ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন

প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর

আমাদের কথা আমরা যোগাযোগ শর্তাবলি ও নীতিমালা গোপনীয়তা নীতি বিজ্ঞাপন মূল্য তালিকা সোশ্যাল মিডিয়া পুরোনো সাইট

২০২৫ বাংলাদেশের খবর কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: প্লট নং-৩১৪/এ, রোড-১৮, ব্লক-ই, বসুন্ধরা আ/এ, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ৫৫০৩৬৪৫৬-৭, ৫৫০৩৬৪৫৮ ফ্যাক্স : ৮৪৩১০৯৩ সার্কুলেশন: ০১৮৪৭-৪২১১৫২ বিজ্ঞাপন : ০১৮৪৭-০৯১১৩১, ০১৭৩০-৭৯৩৪৭৮, ০১৮৪৭-৪২১১৫৩, ০১৩২২-৯১০৪২২ Email: newsbnel@gmail.com, বিজ্ঞাপন: bkhaboradvt2021@gmail.com