
মিসরের দক্ষিণাঞ্চলীয় শহর মিনিয়ায় তারাবির নামাজ পড়া অবস্থায় এক যুবক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১১ মার্চ) আলজাজিরা মুবাশির বিষয়টি নিশ্চিত করেছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ওই যুবকের নাম হুসাম কামাল আবদুল হাফিজ। গত ৮ রমজান তারাবিহ নামাজের সময় বিতর নামাজের দোয়া চলাকালে তার মৃত্যু হয়।
এ বিষয়ে যুবকটির চাচাতো ভাই মানসুর আস-সিফাবি এ মুহূর্তের একটি ভিডিও শেয়ার করেন। তার ক্যাপশনে তিনি লেখেন, আমার চাচাতো ভাই ইন্তেকাল করেছেন। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি- তিনি যেন তাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করেন।
এরই মধ্যে এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অনলাইনে সক্রিয় অনেকে হাত তুলে প্রার্থনা অবস্থায় এই মৃত্যুকে সৌভাগ্য আখ্যা দিচ্ছেন।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
সূত্র : আলজাজিরা মুবাশির
ডিআর/বিএইচ