Logo

আন্তর্জাতিক

পাঠার মাংস রান্না না করায় ‘স্ত্রীকে পিটিয়ে হত্যা’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১৭:৫০

পাঠার মাংস রান্না না করায় ‘স্ত্রীকে পিটিয়ে হত্যা’

পাঠার মাংস রান্না না করায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (১১ মার্চ) ভারতের তেলঙ্গানার মাহাবুবাবাদ জেলায় এ ঘটনা ঘটে। নিহত স্ত্রীর নাম মালোথ কলাবতী (৩৫)।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার রাতে কাজ থেকে ফিরেই অভিযুক্ত স্বামী তার স্ত্রীকে বলেছিলেন, মাটন খেতে ইচ্ছা করছে তার। কিন্তু স্ত্রী মুখের ওপরে বলে দেন, তিনি রান্না করতে পারবেন না। এরপরই দুজনের মাঝে দ্বন্দ্ব শুরু হয়। একপর্যায়ে কথা কাটাকাটি থেকে হাতাহাতি শুরু হয়। এ সময় স্বামী লাঠি দিয়ে স্ত্রীকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

ঘটনার খবর পেয়ে প্রতিবেশীরা পুলিশকে জানান। পরে পুলিশ নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। 

এ ঘটনার পর থেকেই স্বামী পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এটিআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর