জাপানি পর্নস্টারের ইসলাম গ্রহণ, রাখছেন রোজাও

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১৭:০৬
-67d6b5f7b09df.jpg)
ছবি : সংগৃহীত
জাপানে বহুল জনপ্রিয় পর্নস্টার রে লিল ব্ল্যাক সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সম্প্রতি মালয়েশিয়ার এক মসজিদে তাকে ইসলামের রীতিনীতি অনুসরণ করতে দেখা গেছে।
গত ১২ মার্চ সাইথ চায়না মর্নিং পোস্ট বিষয়টি নিশ্চিত করেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রাক্তন পর্নস্টার রে লিল ব্ল্যাকের আসল নাম কায়ে আসাকুরা। তিনি ইসলাম গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন। যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
সেখানে দেখা যায়- মালয়েশিয়ায় ধর্মীয় কর্মকাণ্ডে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। এমনকি ইসলামের শিক্ষাও অনুসরণ করছেন।
রমজান শুরুর আগেই রে লিল ব্ল্যাক তার সমস্ত সামাজিক যোগাযোগমাধ্যম থেকে পূর্বের আপত্তিকর কনটেন্ট সরিয়ে ফেলেন। এ ছাড়াও তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে, তার নাম ব্যবহার করে প্রকাশিত কোনো নতুন প্রাপ্তবয়স্ক ভিডিও আসলে ইসলাম গ্রহণের আগের সময়ের রেকর্ডিং।
রমজানের প্রথম দিন ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘আমি আশা করি, আমরা সবাই এই পুরো মাস আল্লাহর কাছাকাছি থাকার চেষ্টা করব এবং আমাদের প্রিয়জন, পরিবার, ভাই ও বোনদের সঙ্গে ভালো সময় কাটাব। আমি খুবই উচ্ছ্বসিত। আল্লাহ আমাকে এবং তোমাদের সবাইকে এই মাস সফলভাবে পার করার শক্তি দান করুন। রমজান মোবারক।’
টিএ