-67fa2ddcce003.jpg)
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫।
শনিবার (১২ এপ্রিল) সকালে এই দুই শহরের আগে ভূমিকম্প হয় পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া প্রদেশেও। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
দেশটির ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, রাওয়ালপিন্ডি থেকে ৬০ কিলোমিটর উত্তর-পশ্চিমাঞ্চলে ছিল এর উৎপত্তি। কেন্দ্র ১২ কিলোমিটার গভীরে।
পাঞ্জাবের অ্যাটক ও চকাল শহরে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। খাইবার পাখতুনখোয়ার পেশওয়ার, মারদান, মোহমান্দ, সোয়াবি, নওশেরা, লক্কি মারওয়াতেও ভূমিকম্প হয়েছে।
একই সঙ্গে ভারতের জম্মু-কাশ্মিরেও ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে ভারতের একটি সংবাদমাধ্যম।
ভূমিকম্পের ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
ডিআর/বিএইচ