Logo

আন্তর্জাতিক

বজ্রপাতে ভারত ও নেপালে ৬৯ জন নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১৬:১০

বজ্রপাতে ভারত ও নেপালে ৬৯ জন নিহত

ভারতের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্য এবং পার্শ্ববর্তী দেশ নেপালে অস্বাভাবিক তীব্র বজ্রপাতের ফলে চলতি সপ্তাহে কমপক্ষে ৬৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১২ এপ্রিল) কর্মকর্তারা এই কথা জানিয়েছেন।

প্রতি বছর আকস্মিক বন্যা এবং বজ্রপাত হাজার হাজার মানুষের মৃত্যু ঘটালেও বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, ক্রমবর্ধমান বৈশ্বিক তাপমাত্রা চরম আবহাওয়ার কারণে এই ধরনের বজ্রপাত ও বজ্র বৃষ্টি হচ্ছে। খবর এএফপির।

বিহারের দুর্যোগ কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার তীব্র বজ্রপাত ও বজ্রপাতের ফলে কমপক্ষে ৬১ জনের মৃত্যু হয়েছে।

দুর্যোগ কর্মকর্তারা এএফপিকে জানিয়েছেন, বুধবার ও বৃহস্পতিবার বজ্রপাতে প্রতিবেশী নেপালে আরও ৮ জন নিহত হয়েছেন।

ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার আবারো বিহারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

বিশেষজ্ঞরা গত বছর সতর্ক করে দিয়েছিলেন যে, জলবায়ু পরিবর্তন ভারতে মারাত্মক বজ্রপাতের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। যার ফলে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটিতে প্রতি বছর প্রায় ১ হাজার ৯০০ মানুষ মারা যায়।

পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশার ফকির মোহন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে গবেষকদের একটি দল জানিয়েছে, ১৯৬৭ থেকে ২০২০ সালের মধ্যে বজ্রপাতে ১০১,৩০৯ জন মারা গেছেন, যা ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। 

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর