-67fcda80449b9.jpg)
ছবি : সংগৃহীত
বর্তমানে ১৯ বছরের কম বয়সীদের জন্য সিগারেট কেনা অবৈধ ঘোষণা করার মাধ্যমে দক্ষিণ এশীয় বিলাসবহুল পর্যটন দ্বীপরাষ্ট্র মালদ্বীপ এই বছর পর্যায়ক্রমে দেশ জুড়ে ধূমপান বন্ধ করার উদ্যোগ গ্রহণ করবে। খবর এএফপির।
দেশটির একটি খসড়া আইনে ২০০৭ সালের জানুয়ারি মাসের শেষ তারিখের পরে জন্মগ্রহণকারী ব্যক্তির কাছে তামাকজাত পণ্য বিক্রি নিষিদ্ধ করার প্রস্তাব করা হয়েছে। যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য পর্যায়ক্রমে ধূমপান নিষিদ্ধ করবে।
রোববার মন্ত্রিসভার বৈঠকের পর জারি করা এক বিবৃতিতে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর কার্যালয় জানিয়েছে, ‘নতুন আইনটি ১ নভেম্বর, ২০২৫ থেকে কার্যকর হবে।
নতুন আইন লঙ্ঘনের শাস্তি তাৎক্ষণিকভাবে ঘোষণা করা হয়নি। তবে কর্মকর্তারা বলেছেন যে তারা বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনগুলোকে নতুন আইনের সাথে সামঞ্জস্য করে সংশোধন করার জন্য কাজ করছেন।
ব্রিটেনে প্রস্তাবিত অনুরূপ একটি আইন এখনও আইন প্রণয়ন প্রক্রিয়াধীন। অন্যদিকে নিউজিল্যান্ড ধূমপানের বিরুদ্ধে প্রজন্মান্তরে আইন প্রণয়নকারী প্রথম দেশ। এটি চালু হওয়ার এক বছরেরও কম সময়ের মধ্যে, ২০২৩ সালের নভেম্বরে এটি বাতিল করে।
নভেম্বরে মালদ্বীপ ধূমপানের জন্য আইনি বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ বছর করেছে এবং ই-সিগারেট এবং ভ্যাপিং ডিভাইস আমদানি নিষিদ্ধ করেছে। এমনকি এই আইন পর্যটকদের ক্ষেত্রেও প্রযোজ্য।
টিএ