Logo

আন্তর্জাতিক

সংযুক্ত আরব আমিরাতে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্টের প্রথম সফর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১৬:১৫

সংযুক্ত আরব আমিরাতে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্টের প্রথম সফর

ছবি : সংগৃহীত

আরব উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে অর্থনৈতিক সহায়তা পেতে মরিয়া যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমাদ আল-শারা রোববার প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাত সফরে গেছেন।

দামেস্ক থেকে এএফপি সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানায়, বাশার আল-আসাদের পতনের পর এটি তার প্রথম আমিরাত সফর।

আসাদকে ক্ষমতাচ্যুত করার প্রায় এক সপ্তাহ পর গত ডিসেম্বরে আমিরাতের প্রেসিডেন্ট উপদেষ্টা আনোয়ার গারগাশ সিরিয়ার নতুন শাসকদের ইসলামপন্থি সংশ্লিষ্টতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

তবে জানুয়ারির মাঝামাঝি সময়ে শারা ও আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান টেলিফোনে কথা বলেন। তখন তারা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়ন নিয়ে আলোচনা করেন বলে জানায় সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা।

রোববার সানার টেলিগ্রাম চ্যানেল থেকে জানানো হয়, শারা পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শায়বানী সঙ্গে নিয়ে সফরে গেছেন। সফরে ‘উভয় পক্ষের অনেক গুরুত্বপূর্ণ ইস্যু’ নিয়ে আলোচনা হবে বলে উল্লেখ করা হয়।

বিশ্লেষকদের মতে, সিরিয়ার নতুন নেতৃত্ব নিয়ে আমিরাতের মধ্যে গভীর সংশয় রয়েছে। রাজনৈতিক ইসলাম নিয়ে তাদের অবিশ্বাস ও সিরিয়ায় তুরস্কের প্রভাব বৃদ্ধির আশঙ্কা থেকেই এই সংশয় তৈরি হয়েছে।

এর আগে জানুয়ারিতেও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী শাইবানি আবুধাবি সফর করেছিলেন।

দীর্ঘ ১৩ বছরের সংঘাতের পর সিরিয়ার নতুন নেতৃত্ব দেশটির নিষেধাজ্ঞা-পীড়িত অর্থনীতির পুনরুদ্ধার ও পুনর্গঠনের লক্ষ্যে আন্তর্জাতিক সহায়তা চাচ্ছে।

টিএ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর