Logo

আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের জন্য ১৬০ কোটি ইউরো সহায়তা ইইউর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১৮:২২

ফিলিস্তিনিদের জন্য ১৬০ কোটি ইউরো সহায়তা ইইউর

ইউরোপীয় ইউনিয়ন সোমবার ফিলিস্তিনিদের জন্য তিন বছর মেয়াদী ১৬০ কোটি ইউরোর একটি নতুন আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। খবর এএফপির।

ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ‘আমরা ফিলিস্তিনের জনগণের জন্য আমাদের সহায়তা বৃদ্ধি করছি। পশ্চিম তীর ও গাজাকে স্থিতিশীল করতে ইইউ ২০২৭ সাল পর্যন্ত ১ দশমিক ৬ বিলিয়ন ইউরো সাহায্য করবে।’

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর