Logo

আন্তর্জাতিক

এবার মার্কিন কর্মকর্তাদের ওপর চীনের ভিসা নিষেধাজ্ঞা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১৯:০৫

এবার মার্কিন কর্মকর্তাদের ওপর চীনের ভিসা নিষেধাজ্ঞা

তিব্বত সংক্রান্ত বিষয়ে ‘অশোভন আচরণ’-এর অভিযোগে যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে চীন। 

সোমবার (১৪ এপ্রিল) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানায়। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘তিব্বত-সংক্রান্ত বিষয়গুলোতে যেসব মার্কিন ব্যক্তি খারাপ আচরণ করেছেন, তাদের ওপর চীন ভিসা সীমাবদ্ধতা আরোপ করছে।’

তবে কোন কোন মার্কিন কর্মকর্তার ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তা স্পষ্টভাবে জানায়নি বেইজিং।

চীন দীর্ঘদিন ধরেই তিব্বতকে নিজের অভ্যন্তরীণ বিষয় বলে আসছে এবং এ নিয়ে বিদেশি সমালোচনার তীব্র বিরোধিতা করে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো তিব্বতে মানবাধিকার পরিস্থিতি নিয়ে নিয়মিত উদ্বেগ প্রকাশ করে থাকে।

চীনের এই পদক্ষেপকে ওয়াশিংটনের সাম্প্রতিক কড়া মন্তব্য ও নীতির জবাব হিসেবে দেখা হচ্ছে। সূত্র : দ্য হিন্দু

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর