Logo

আন্তর্জাতিক

গাজায় বোমা হামলা

বন্দী মার্কিন-ইসরায়েলি সেনার সঙ্গে হামাসের যোগাযোগ বিচ্ছিন্ন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০০:১৮

বন্দী মার্কিন-ইসরায়েলি সেনার সঙ্গে হামাসের যোগাযোগ বিচ্ছিন্ন

হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা /ছবি : সংগৃহীত

গাজায় ইসরায়েলি বোমাবর্ষণের পর মার্কিন-ইসরায়েলি সৈনিক ইডান আলেক্সান্ডারকে পাহারা দিচ্ছিল যে দলটি, তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছে হামাসের সামরিক শাখা।  

হামাসের আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেন, ‘দখলদার সেনাবাহিনী ইচ্ছাকৃতভাবে তাকে হত্যার চেষ্টা করছে। যাতে দ্বৈত-নাগরিক বন্দিদের কারণে যে চাপ সৃষ্টি হয়েছে, তা থেকে তারা মুক্তি পায়। এর দ্বারা আমাদের জনগণের ওপর গণহত্যা চালিয়ে যেতে পারে।’

শনিবার হামাস একটি ভিডিও প্রকাশ করে আলেক্সান্ডারের জীবিত থাকার প্রমাণ দেখিয়েছিল। যেটি গত সপ্তাহের কোনো এক সময় ধারণ করা হয়েছিল।

হামাসের ওই ভিডিওতে আলেক্সান্ডার ট্রাম্পকে অনুরোধ করেন তাকে যেন গাজা থেকে বের করে আনেন। তিনি মার্কিন প্রেসিডেন্টকে আহ্বান জানান যেন নেতানিয়াহুর বলা মিথ্যাগুলো বিশ্বাস না করেন।

নিখোঁজ ওই বন্দিদের পরিবারের উদ্দেশে নতুন ভিডিও প্রকাশ করেছে হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগ্রেড।  

ভিডিওতে বলা হয়, ‘প্রস্তুত থাকুন। খুব শিগগিরই আপনার সন্তানরা কালো কফিনে ফিরে আসবে—তাদের দেহ ছিন্নভিন্ন হয়ে যাবে আপনাদের সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্রের স্প্লিন্টারে।’

ভিডিওটিতে এর সঙ্গে যুক্ত করা হয়েছে আগের এক ঘটনায় ইসরায়েলি বন্দিদের মরদেহ রেড ক্রসের কাছে কফিনে তুলে দেওয়ার দৃশ্য।  

ভিডিওতে আরও বলা হয়েছে, ‘আপনাদের নেতারা গাজা উপত্যকায় বন্দিদের মৃত্যুদণ্ডের সিদ্ধান্তে স্বাক্ষর করেছেন।’

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর