Logo

আন্তর্জাতিক

মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েমের ভ্যানিটি ব্যাগ চুরি

Icon

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৮:১৭

মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েমের ভ্যানিটি ব্যাগ চুরি

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সচিব (স্বরাষ্ট্রমন্ত্রী) ক্রিস্টি নোয়েমের ভ্যানিটি ব্যাগ চুরি হয়েছে। রোববার রাতে ওয়াশিংটন ডিসির একটি রেস্টুরেন্ট থেকে তার ব্যাগ চুরি যায়।

ব্যাগে নগদ ৩ হাজার ডলারসহ ডিএইচএসের অ্যাক্সেস ব্যাজ ছিল বলে নিউজন্যাশনকে নিশ্চিত করেছেন এক কর্মকর্তা।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সহকারী সচিব ট্রিশা ম্যাকলাফলিন নিউজন্যাশনের প্রতিবেদক আলি ব্র্যাডলিকে জানান, নোম ডিনার করছিলেন। ওই সময় চোর তার ভ্যানিটি ব্যাগটি নিয়ে যায়। ওই ব্যাগে তার পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্ল্যাংক চেক ও চাবিও ছিল।

ম্যাকলাফলিন জানান, নোম পরিবারসহ ইস্টার উদযাপন করছিলেন। তাই ব্যাগে এসব গুরুত্বপূর্ণ জিনিস সঙ্গে রেখেছিলেন।

তিনি বলেন, ‘তার পুরো পরিবার (সন্তান ও নাতি–নাতনিসহ) শহরে এসেছিল। তিনি তাদের বিভিন্ন কার্যক্রম, ডিনার ও ইস্টার গিফট দিতে নগদ টাকা সঙ্গে রেখেছিলেন ‘

প্রথমে সিএনএন এ খবর প্রকাশ করে জানায়, চোর নোমের ওষুধ ও মেকআপ ব্যাগও নিয়ে গেছে।

সিএনএনকে এক আইনপ্রয়োগকারী কর্মকর্তা জানান, সিক্রেট সার্ভিস রেস্টুরেন্টের নিরাপত্তা ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখে, একটি মেডিকেল মাস্ক পরা অজ্ঞাত পরিচয়ের শ্বেতাঙ্গ পুরুষ তার ব্যাগটি চুরি করে রেস্টুরেন্ট ছেড়ে চলে যায়।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর