ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

বিবিসি
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১৩:৫৩

বিলিয়ন ডলারের বরাদ্দ কাটছাঁট ঠেকাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বিরুদ্ধে মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।
এ মামলা আসলে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিরোধের একটি অংশ, যা গত সপ্তাহে চরম আকার ধারণ করে। ট্রাম্প প্রশাসনের কিছু প্রস্তাব প্রত্যাখান করায় চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে তারা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দুই বিলিয়ন ডলারের বেশি অঙ্কের ফেডারেল তহবিল স্থগিত করে।
পাশাপাশি, তখন বিশ্ববিদ্যালয়ের করমুক্ত মর্যাদাও বাতিল করার হুমকি দেয় ট্রাম্প প্রশাসন।
তার আগের সপ্তাহে, ক্যাম্পাসগুলোতে ইহুদি বিদ্বেষ মোকাবিলা করতে হার্ভার্ডকে এক গুচ্ছ দাবির একটি তালিকা পাঠানোর কথা জানিয়েছিল হোয়াইট হাউজ। কিন্তু হার্ভার্ড হোয়াইট হাউজের কিছু দাবিকে প্রত্যাখ্যান করে বলে, হোয়াইট হাউজ তাদের ‘নিয়ন্ত্রণ’ করার চেষ্টা করেছে।
হোয়াইট হাউজের দাবি প্রত্যাখ্যানের কয়েক ঘণ্টা পরই হার্ভার্ডের বিরুদ্ধে ওই সিদ্ধান্ত নেওয়া হয়।
এবারই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো বড় বিশ্ববিদ্যালয় তাদের নীতি পরিবর্তনের জন্য ট্রাম্প প্রশাসনের চাপকে প্রত্যাখ্যান করল। হোয়াইট হাউজ যেসব পরিবর্তন আনার প্রস্তাব করেছিল, তাতে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে পরিবর্তন আসত এবং সরকারের নিয়ন্ত্রণ বাড়ত।
ডিআর/এমজে