নিহত ৩২
বোমায় বিধ্বস্ত গাজার শিশু হাসপাতাল, পোলিও কর্মসূচি স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৭:৪৫

ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় মঙ্গলবার (২২ এপ্রিল) গাজা শহরের এল ডোরা শিশু হাসপাতালে আঘাত হানা হয়েছে। এতে অন্তত ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিকে, জাতিসংঘ-সমর্থিত পোলিও টিকাদান কর্মসূচিও স্থগিত করতে বাধ্য হয়েছে গাজা কর্তৃপক্ষ। প্রায় ৬ লাখ শিশুদের টিকা দেওয়ার কথা থাকলেও ইসরায়েলের অবরোধের কারণে এই কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
গাজায় ১৮ মাস ধরে চলা যুদ্ধে এখন পর্যন্ত ৫১ হাজার ২৬৬ জনের নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সময়ে আহত হয়েছেন আরও ১ লাখ ১৬ হাজার ৯৯১ জন।
তবে গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে। তাদের ভাষ্য, ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকা বহু মানুষ নিখোঁজ অবস্থায় রয়েছেন, যাদের মৃত হিসেবেই বিবেচনা করা হচ্ছে।
এদিকে, যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে কাতার। দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানি বলেন, যুদ্ধ বন্ধে দোহা সক্রিয় ভূমিকা রাখছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং ২০০ জনের বেশি মানুষ অপহৃত হন। এরপর থেকেই গাজায় ইসরায়েলি বাহিনী বর্বর হামলা শুরু করে, যা এখনও চলছে।
সূত্র : আল জাজিরা
- এটিআর