Logo

আন্তর্জাতিক

কানাডার নির্বাচনে এগিয়ে কার্নির লিবারেল পার্টি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ০৮:৪৫

কানাডার নির্বাচনে এগিয়ে কার্নির লিবারেল পার্টি

কানাডার নির্বাচনে জয় পেতে যাচ্ছে মার্ক কার্নির লিবারেল পার্টি /ছবি : সংগৃহীত

কানাডার নির্বাচনে জয় পেতে যাচ্ছে মার্ক কার্নির লিবারেল পার্টি। কানাডার সম্প্রচারমাধ্যমগুলোর প্রতিবেদনের বরাতে স্কাই নিউজ এ তথ্য জানিয়েছে।

মার্ক কার্নি চলতি বছরের শুরুতে জাস্টিন ট্রুডো পদত্যাগ করার পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এই নির্বাচনে তিনি কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পলিয়েভ্রেকে পরাজিত করেছেন।

প্রথমদিকে এই নির্বাচন কনজারভেটিভদের জন্য অনেকটা সহজ জয় বলে মনে হচ্ছিল। ট্রুডোর পদত্যাগের আগে তারা লিবারেলদের তুলনায় দ্বিগুণের বেশি ব্যবধানে এগিয়ে ছিল। তবে, ডোনাল্ড ট্রাম্পের এক হস্তক্ষেপের পর পরিস্থিতির পরিবর্তন ঘটে এবং কার্নির লিবারেল পার্টির প্রতি সমর্থন ব্যাপকভাবে বেড়ে যায়।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার পর থেকে ডোনাল্ড ট্রাম্প বারবার কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্যে পরিণত করার আহ্বান জানিয়ে আসছেন। মার্কিন প্রেসিডেন্ট কানাডার ওপর ব্যাপক শুল্ক আরোপ করেন।

ভ্যাঙ্কুভারের একটি স্ট্রিট ফেয়ারে প্রাণঘাতী হামলায় ১১ জন নিহত হওয়ার পরের দিন কানাডায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ওই হামলার পর কয়েক ঘণ্টার জন্য নির্বাচনী প্রচারাভিযান স্থগিত করা হয়েছিল।

পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় সন্ত্রাসবাদের কোনো সংশ্লিষ্টতা নেই। সন্দেহভাজন ব্যক্তি স্থানীয় বাসিন্দা ও তার মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার ইতিহাস রয়েছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হওয়ার আগে মার্ক কার্নি কানাডার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ছিলেন এবং পরে তিনি যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক, ব্যাঙ্ক অব ইংল্যান্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা প্রথম অ-যুক্তরাজ্যীয় নাগরিক।

এর আগে, যুক্তরাষ্ট্রের দখলদারির হুমকি মোকাবিলা ও ট্রাম্পের সঙ্গে সরাসরি সম্পর্ক নির্ধারণের জন্য নতুন সরকার গঠনে সোমবার ভোট দেওয়া শুরু করেছে কানাডার জনগণ।

বিশাল এই দেশের ছয়টি টাইমজোন জুড়ে প্রথম ভোটকেন্দ্র খুলেছে আটলান্টিক প্রদেশ নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে। ভোটদান বন্ধ হওয়ার পর ভোট গণনাও প্রায় শেষের দিকে।

স্কাই নিউজ/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর