ট্রাম্পের বিরুদ্ধে সাত অভিশংসন প্রস্তাব

নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ০৮:৫৯
-6810409d64056.jpg)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সাতটি অভিশংসন উত্থাপন করেছেন মিশিগান অঙ্গরাজ্যের ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান শ্রী থানেদার। স্থানীয় সময় সোমবার (২৮ এপ্রিল) অনলাইনে এ অভিশংসন উত্থাপন করেন তিনি।
থানেদার অভিযোগ করেন, ট্রাম্প সংবিধান, কংগ্রেস ও আদালতের আদেশ অমান্য করেছেন। তার কর্মকাণ্ড দেশের গণতন্ত্রকে হুমকির মুখে ফেলেছে।
বিশেষ করে এল সালভাডরের নাগরিক কিলমার আবরেগো গার্সিয়াকে ভুলক্রমে ফেরত পাঠানো এবং কংগ্রেসের অনুমোদন ছাড়া সরকারি বাজেট কাটছাঁট করাকে অভিশংসনের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।
থানেদার বলেন, ট্রাম্পের শুল্কনীতি, প্রথম সংশোধনী অধিকার লঙ্ঘন, বিচার ব্যবস্থায় দুর্নীতি এবং নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের মতো কাজও অভিশংসনযোগ্য অপরাধের মধ্যে পড়ে।
তিনি মন্তব্য করেন, আমাদের দেশে প্রেসিডেন্ট আছে, রাজা নয়। তাই আইনের শাসন সবার জন্য বাধ্যতামূলক।
তবে রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ ও সিনেটে এ অভিশংসন প্রস্তাবের অগ্রগতির সম্ভাবনা খুবই কম। কারণ, অভিশংসন করতে প্রতিনিধি পরিষদে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা এবং দোষী সাব্যস্ত করতে সিনেটে দুই-তৃতীয়াংশ ভোট প্রয়োজন হয়।