পাহেলগাম হামলা নিয়ে ভারতের ধর্মীয় পণ্ডিতের সন্দেহ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১৭:২৫
-6810b71f5b77a.jpg)
কাশ্মীরের পাহেলগামে হামলার ঘটনায় এবার সন্দেহ প্রকাশ করলেন ভারতের খ্যাতনামা ধর্মীয় ও রাজনৈতিক বিশ্লেষক পণ্ডিত স্বামী সরস্বতী। সম্প্রতি এক বক্তব্যে তিনি বলেন, ‘যখন কোনো বাড়িতে চুরি হয়, তখন প্রথম প্রশ্ন ওঠে—প্রহরী কোথায় ছিল?’ এ কথার দ্বারা তিনি মূলত বুঝিয়েছেন যে, তাহলে পাহেলগাম হামলার সময় সরকার কোথায় ছিল?
তিনি আরও বলেন, ‘ভারত সরকারের কাছে এখনো এমন কোনো বৈধ ব্যবস্থা নেই, যার মাধ্যমে তারা সিন্ধু নদীর পানি আটকে রাখতে বা জমা রাখতে পারে।’
গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পর্যটন এলাকা পাহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত ও অন্তত এক ডজন আহত হয়েছেন বলে অভিযোগ করছে ভারত। কোনো প্রমাণ ছাড়াই দেশটি পাকিস্তানকে দায়ী করে সিন্ধু পানিচুক্তি একতরফাভাবে স্থগিত করেছে।
অন্যদিকে পাকিস্তান সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পক্ষ থেকে স্বাধীন তদন্তে সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে ইসলামাবাদ হুঁশিয়ারি দিয়ে বলেছে, ভারতের যেকোনো আগ্রাসী পদক্ষেপের জবাব উপযুক্তভাবে দেওয়া হবে।
সূত্র : জিও নিউজ
ডিআর/বিএইচ