Logo

আন্তর্জাতিক

যুদ্ধ পরিস্থিতিতে উদ্বিগ্ন ভারত, মোদির বাসায় ফের হাই প্রোফাইল বৈঠক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ২০:৪৫

যুদ্ধ পরিস্থিতিতে উদ্বিগ্ন ভারত, মোদির বাসায় ফের হাই প্রোফাইল বৈঠক

পাহেলগামে হামলার জেরে উদ্বিগ্ন ভারত। সেখান থেকে উত্তরণের পথ বের করতে সোমবারের পর মঙ্গলবারও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাড়িতে হাই প্রোফাইল নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৭ নম্বর লোককল্যাণ মার্গের জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান এবং তিন বাহিনীর প্রধান।

মঙ্গলবার (২৯ এপ্রিল) পাহেলগাম হামলার এক সপ্তাহ পূরণ হয়েছে। অথচ এখন পর্যন্ত হামলায় অভিযুক্ত কাউকে আটক করতে পারেনি মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকার। 

পাশাপাশি প্রতিবেশী দুই দেশ পাকিস্তান ও বাংলাদেশের সীমান্তেও ভালো নেই ভারতের সীমান্তরক্ষীরা। একই সঙ্গে রয়েছে চীনের চোখরাঙানিও। এসব পরিস্থিতিকে সামনে রেখে তাই মঙ্গলবারের বৈঠকটিকে বেশ গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। সোমবারও এই একই ধরনের বৈঠক হয়েছে মোদির বাসভবনে।

শুধু তাই নয়; আগামী দিনের রণকৌশল স্থির করতে বুধবারও হাই প্রোফাইল বৈঠক ডেকেছেন ভারতীয় প্রধানমন্ত্রী। সূত্রের খবর, এই বৈঠকেও থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, দেশটির সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান প্রমুখ। 

জানা গেছে, মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি বুধবার সকাল ১১টা নাগাদ বৈঠকে বসবে। এরপর নিরাপত্তা সংক্রান্ত কমিটি এবং রাজনৈতিক বিষয়ক মন্ত্রিসভার কমিটি প্রধানমন্ত্রী নেতৃত্বে বৈঠক করবে। 

পাহেলগাম পরবর্তী উত্তেজক আবহাওয়ায় এই বৈঠকে অমিত শাহ, রাজনাথ সিং, অজিত ডোভাল, অনিল চৌহানের পাশাপাশি পর্যটনমন্ত্রী নীতীন গড়করি, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমণও থাকতে পারেন। এই বৈঠকে শেষে মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটির আলাদা করে বৈঠকে বসার কথা রয়েছে। সূত্র : সংবাদ প্রতিদিন

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর