শেরপুরে বিজিবির অভিযানে ভারতীয় রুপিসহ আটক ২

শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ০৮:২১

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী কালাকুমা এলাকা থেকে দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে রামচন্দ্রকোনা বিওপি’র টহল দল অভিযান চালিয়ে প্রায় ৬২ হাজার ভারতীয় রুপিসহ তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন, ময়মনসিংহের পদ্মারচর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে ওমর ফারুক (৩৩) ও কুমিল্লার চান্দিনা উপজেলার আড়ং এলাকার আব্দুল জলিলের ছেলে মোবারক হোসেন (৩৬)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামচন্দ্রকোনা বিওপি’র ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে বিজিবির একটি দল কালাকুমা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তল্লাশিতে তাদের কাছ থেকে মোট ৬১ হাজার ৭৯০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়।
ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার বলেন, আটক দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
- শাহরিয়ার শাকির/এটিআর