ট্রাম্পের আইনি হুমকির বিরুদ্ধে নিউ ইয়র্ক টাইমসের কড়া জবাব

নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ০১ মে ২০২৫, ০৯:০৭

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনি হুমকির পর নিউ ইয়র্ক টাইমস তাদের দৃঢ় অবস্থান ঘোষণা করেছে। বুধবার (৩০ এপ্রিল) এক বিবৃতি দিয়ে টাইমস জানিয়েছে, তারা স্বাধীন সাংবাদিকতার পক্ষে নিজেদের অবস্থান বজায় রাখবে।
এর আগে, ট্রাম্প এক স্ট্যাটাসে প্যারামাউন্ট গ্লোবালের সঙ্গে চলমান মামলার রিপোর্টিং নিয়ে টাইমসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেন।
টাইমস জানায়, ট্রাম্পের আজকের স্ট্যাটাস স্বাধীন সাংবাদিকতাকে নিরুৎসাহিত বা শাস্তি দেওয়ার উদ্দেশ্যে করা এক দীর্ঘ ধারাবাহিক আইনি হুমকির অংশ। আইন স্পষ্টভাবে শক্তিশালী স্বাধীন সাংবাদিকতার পক্ষে এবং একটি সচেতন আমেরিকান জনগণের স্বার্থে কথা বলে।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে টাইমসের সাংবাদিকদের ‘ট্রাম্প ডেরেঞ্জমেন্ট সিনড্রোম’ এ আক্রান্ত হওয়ার অভিযোগ তুলেন বলেন, এটি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে টাইমসের হস্তক্ষেপ তাদের টরশাস ইন্টারফিয়েরেন্সের দায়ে অভিযুক্ত করতে পারে।
উল্লেখ্য, টাইমস-এর প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্যারামাউন্ট গ্লোবালের আইনজীবীরা একটি আপস মীমাংসার চেষ্টা করছেন। মামলাটি সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সাক্ষাৎকার ঘিরে দায়ের করা হয়েছে।
আইন বিশেষজ্ঞরা এই মামলাকে ভিত্তিহীন বলে অভিহিত করেছেন এবং সিবিএসের জন্য এটি একটি সহজ বিজয় হতে পারে বলে মত প্রকাশ করেছেন।