Logo

আন্তর্জাতিক

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি : ইরানে একজনের ফাঁসি কার্যকর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৫, ১৫:৪৭

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি : ইরানে একজনের ফাঁসি কার্যকর

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে একজনের ফাঁসি কার্যকর করেছে ইরান /ছবি : সংগৃহীত

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে একজনের ফাঁসি কার্যকর করেছে ইরান। বুধবার দেশটির বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে।

বিচার বিভাগ জানায়, মোহসেন লাঙ্গারনেশিন নামে ওই ব্যক্তিকে বুধবার সকালে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ২০২০ সাল থেকে দুই বছর ধরে তিনি মোসাদের জন্য ‘ব্যাপক পরিমাণে লজিস্টিক, কারিগরি ও অভিযান সংক্রান্ত সহায়তা’ দিয়েছেন বলে অভিযোগ।

লাঙ্গারনেশিনের বিরুদ্ধে অন্যতম প্রধান অভিযোগ ছিল— ২০২২ সালের মে মাসে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কর্নেল সাইয়াদ খোদাইকে হত্যায় জড়িত থাকা। ওই বছর মে মাসে তেহরানে বাড়ি ফেরার পথে দুই মোটরসাইকেল আরোহী খোদাইকে গুলি করে হত্যা করে। 

নিউইয়র্ক টাইমসের বরাতে জানা গেছে, ইসরায়েল এই হত্যাকাণ্ডের বিষয়ে যুক্তরাষ্ট্রকে অবহিত করেছিল।

সংবাদ সংস্থা মিজান জানায়, খোদাইয়ের গতিবিধি নজরদারির জন্য একটি মোটরসাইকেল কিনেছিলেন লাঙ্গারনেশিন। সেই তথ্য মোসাদের কাছে পাঠিয়েছিলেন। হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলেও তিনি উপস্থিত ছিলেন।  

এছাড়াও ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন ইসফাহানে একটি শিল্প স্থাপনায় হামলার সহায়তা করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

বিচার বিভাগ জানায়, এসব কর্মকাণ্ডের সঙ্গে লাঙ্গারনেশিনের জড়িত থাকার ব্যাপারে ‘ব্যাপক গোয়েন্দা ও কারিগরি প্রমাণ’ রয়েছে এবং তিনি স্বীকারোক্তি দিয়েছেন।

প্রতিক্রিয়া

তবে নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটসের (আইএইচআর) প্রধান মাহমুদ আমিরি-মোগাদ্দাম বলেন, একটি অন্যায্য বিচারের পর লাঙ্গারনেশিনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর নির্যাতনের মাধ্যমে তার স্বীকারোক্তি নেওয়া হয়েছে।

তিনি বলেন, ইরানি কর্তৃপক্ষের মৃত্যুদণ্ড মেশিন প্রতিদিন আরও জোরালো হচ্ছে। আরও বেশি মানুষ প্রাণ হারাচ্ছেন। এটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা আবদুররহমান বুরুমান সেন্টার জানায়, ২০২৩ সালের জুলাইয়ে গ্রেপ্তারের পর লাঙ্গারনেশিনকে ইরানের বিপ্লবী আদালতে বিচার করা হয়। এ আদালতের বিচারক আবুলকাসেম সালাভাতি—যিনি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আওতায় আছেন। এই বিচারক মৃত্যুদণ্ড প্রদানের জন্য কুখ্যাত।

সংস্থাটি জানায়, লাঙ্গারনেশিন সব অভিযোগ অস্বীকার করে বলেছিলেন, তার স্বীকারোক্তি নির্যাতনের মাধ্যমে আদায় করা হয়েছে।

ইরান বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেত্রী ও অধিকারকর্মী নাজানিন বুনিয়াদি এক্স-এ লিখেছেন, রক্তপিপাসু ইসলামি প্রজাতন্ত্র আরেকজন নিরপরাধকে হত্যা করল।

ইসরায়েলের সঙ্গে দীর্ঘস্থায়ী ছায়াযুদ্ধে লিপ্ত ইরান এর আগেও মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বহু ব্যক্তিকে ফাঁসি দিয়েছে, বিশেষ করে যারা ইরানের পারমাণবিক কার্যক্রমে বিঘ্ন ঘটানোর উদ্দেশ্যে নাশকতা বা হত্যাকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ।

২০২৩ সালের ডিসেম্বরে মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তিন পুরুষ ও এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর