Logo

আন্তর্জাতিক

আবারো বিতর্কে জড়ালেন রূহ আফজাকে ‘শরবত জিহাদ’ বলা রামদেব

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৫, ১৯:৪০

আবারো বিতর্কে জড়ালেন রূহ আফজাকে ‘শরবত জিহাদ’ বলা রামদেব

আদালতের আদেশ অমান্য করায় দিল্লি হাইকোর্ট রামদেবকে তীব্র ভর্ৎসনা করেছে /ছবি : সংগৃহীত

ভারতের যোগগুরু রামদেব আবারও বিতর্কে জড়ালেন। দিল্লি হাইকোর্ট বৃহস্পতিবার তাকে তীব্র ভর্ৎসনা করেছে, কারণ আগের নির্দেশনা সত্ত্বেও তিনি হামদর্দের পণ্য রূহ আফজা সম্পর্কে বিতর্কিত ভিডিও প্রকাশ করেছেন।

বিচারপতি অমিত বানসাল বলেন, রামদেব ‘নিজের জগতে বাস করেন’ এবং ‘কারও নিয়ন্ত্রণে নেই’। আদালত এর আগে রামদেবকে রূহ আফজা ও হামদর্দ ফাউন্ডেশন নিয়ে কোনো ধরনের মন্তব্য, ভিডিও বা বিজ্ঞাপন প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছিল।

এই মামলার সূত্রপাত রামদেবের আগের মন্তব্য থেকে, যেখানে তিনি দাবি করেন, রূহ আফজার আয় মাদ্রাসা ও মসজিদ নির্মাণে ব্যবহৃত হয়। তিনি একে ‘শরবত জিহাদ’ বলে আখ্যায়িত করেন।

আদালত তখন মন্তব্যগুলোকে ‘চরমভাবে আপত্তিকর’ ও ‘আইনসঙ্গতভাবে অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করে।

রামদেব আদালতে হলফনামা জমা দিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি আর এ ধরনের মন্তব্য করবেন না ও আপত্তিকর ভিডিও সরিয়ে ফেলবেন।

কিন্তু বৃহস্পতিবার হামদর্দের আইনজীবীরা আদালতে জানান, রামদেব আবারও একই ধরনের ভিডিও প্রকাশ করেছেন, যা আদালতের অবমাননা।

হামদর্দের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবীরা বলেন, এসব বক্তব্য ‘ঘৃণাত্মক ভাষণের’ শামিল এবং প্রতিষ্ঠানটির ধর্মীয় পরিচয়কে টার্গেট করে বলা হয়েছে।

রামদেবের পক্ষে আইনজীবী দাবি করেন, রামদেব কারো নাম উল্লেখ করেননি। তিনি কেবল নিজের মতামত দিয়েছেন। তবে আদালত এই যুক্তি গ্রহণ করেনি।

বিচারপতি বানসাল মন্তব্য করেন, ‘মতামত নিজের মনে রাখলেই চলবে, সবার সামনে প্রকাশ করার দরকার নেই।’

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর