পহেলগাম ঘটনার তদন্তে জাতিসংঘ কমিশন গঠনের প্রস্তাব পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ মে ২০২৫, ০৮:৩৪

ভারতের পহেলগামে সাম্প্রতিক ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এ প্রস্তাব দিয়ে বলেন, ‘যদি ভারত সত্যের মুখোমুখি হতে চায়, তাহলে আন্তর্জাতিক তদন্তে আপত্তি কেন?’
বৃহস্পতিবার (১ মে) জিও নিউজের টকশো ‘আজ শাহজেব খাজানদার সাথ’-এ অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। খাজা আসিফ বলেন, ‘আমরা চাই সত্য উদঘাটিত হোক। দুই-তিনটি নিরপেক্ষ দেশ মিলে তদন্ত করতে পারে, অথবা জাতিসংঘ কমিশন গঠন করা যেতে পারে।’
তিনি বলেন, ‘পহেলগামে ঘটনা ঘটার মাত্র ১০ মিনিটের মধ্যেই এফআইআর দায়ের করা হয়। এ ধরনের দ্রুত ব্যবস্থা স্বাভাবিক নয়।’ ‘ঘটনাটি পূর্বপরিকল্পিত কিনা, তা নিয়েই এখন ভারতের ভেতরেই প্রশ্ন উঠছে’— মন্তব্য করেন তিনি।
পাক প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘ভারত যতই আলোচনা এড়িয়ে চলুক, শান্তিপূর্ণ সমাধানের বিকল্প নেই। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, তুরস্ক কিংবা ইরান—যে কেউ উদ্যোগ নিয়ে তদন্ত শুরু করুক, আমরা প্রস্তুত।’
‘কিন্তু ভারতে এখন বিভ্রান্তি ও অস্থিরতা চলছে। গোটা দুনিয়া বলছে, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান হোক। অথচ ভারত সেটি না করে উল্টো প্রচার চালাচ্ছে।’
পাকিস্তানে সম্প্রতি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নিয়োগ বিষয়ে প্রশ্ন করা হলে খাজা আসিফ আরও বলেন, ‘এই নিয়োগের সঙ্গে আলোচনার কোনো সম্পর্ক নেই। এটি সরকারের অভ্যন্তরীণ বিষয়।’
সূত্র : জিও নিউজ উর্দু
- এটিআর