Logo

আন্তর্জাতিক

ভারতে মন্দিরে পদদলিত হয়ে নিহত ৬, আহত অর্ধশতাধিক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৫, ০৮:৫৫

আপডেট: ০৩ মে ২০২৫, ১০:২২

ভারতে মন্দিরে পদদলিত হয়ে নিহত ৬, আহত অর্ধশতাধিক

ছবি : এনডিটিভি

ভারতের একটি মন্দিরে বার্ষিক ‘লায়রাই দেবী যাত্রা’ চলাকালে ভিড়ের চাপে পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন।

শুক্রবার (৩ মে) ভোরে গোয়া রাজ্যের শিরগাঁও মন্দিরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে এনডিটিভি জানায়, শুক্রবার ভোরে বার্ষিক ‘লায়রাই দেবী যাত্রা’ চলছিল। কিন্তু হঠাৎ মন্দিরে আতঙ্ক ছড়িয়ে পড়লে মানুষ দিগ্বিদিক ছুটতে শুরু করে। এসময় অনেকে মাটিতে পড়ে গেলে তাদের ওপর দিয়ে লোকজন দৌঁড়ে যেতে থাকে। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফলে ঘটনাস্থলেই ৭জন প্রাণ হারান।

একজন আহত ভক্ত বলেন, আমি হাঁটছিলাম, হঠাৎ পেছন থেকে ধাক্কা আসে। তারপর চোখ খুলি হাসপাতালে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত আহতদের দেখতে হাসপাতালে যান। তিনি বলেন, এই দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। কী কারণে হুড়োহুড়ি হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, শিরগাঁওয়ের লায়রাই দেবী যাত্রা গোয়ার অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এখানে ধোন্ড নামের ভক্তরা খালি পায়ে জ্বলন্ত কয়লার ওপর হাঁটার আগ্নিদিব্য আচার পালন করেন। এই আচার দেখতে ভিড় করেন হাজারো মানুষ।

উল্লেখ্য, সকাল ৮টা ৫৫ মিনিটে এই রিপোর্ট লেখা পর্যন্ত এনডিটিভি নিহতের সংখ্যা ৭ জন জানিয়েছিল। তবে সকাল ১০টার দিকে সংবাদমাধ্যমটি জানায়, মন্দিরে পদদলিত হয়ে মারা যাওয়া ভক্তদের সংখ্যা ৬। 

  • এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর