Logo

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে কলেজ ক্যাম্পাসে বন্দুকধারীর গুলি, আহত ২

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৫, ১০:২৫

যুক্তরাষ্ট্রে কলেজ ক্যাম্পাসে বন্দুকধারীর গুলি, আহত ২

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের কাছে একটি বেসরকারি কলেজের ক্যাম্পাসে শুক্রবার এক বন্দুকধারীর গুলিতে দুই নারী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন এবং অন্য একজন বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছে।

ইনগেলউড শহরের মেয়র জেমস বাটস সাংবাদিকদের বলেন, ইঙ্গেলউডের একটি বেসরকারি কলেজ স্পার্টান কলেজের ক্যাম্পাসে বিকেলে গুলি চালানোর ঘটনা ঘটে। এটি একটি বেসরকারি অ্যারোনটিক্স শিক্ষাপ্রতিষ্ঠান।

মেয়রের মতে, সন্দেহভাজন ব্যক্তি কলেজের সাবেক কোনো কর্মচারী হতে পারেন।

স্থানীয় টেলিভিশন চ্যানেল ‘কেটিএলএ’ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি নিরাপত্তা রক্ষীর পোশাকের মতো ইউনিফর্ম পরা অবস্থায় ছিলেন এবং পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

মেয়র জানান, এ ঘটনায় অন্য কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ কলেজ ক্যাম্পাসটি সুরক্ষিত রেখেছে।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর