Logo

আন্তর্জাতিক

আরও এক বিতর্কিত কাণ্ড

পাকিস্তানের ৪ তারকা ক্রিকেটারের ইনস্টাগ্রাম নিষিদ্ধ করল ভারত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৫, ১৭:১৮

পাকিস্তানের ৪ তারকা ক্রিকেটারের ইনস্টাগ্রাম নিষিদ্ধ করল ভারত

জম্মু-কাশ্মীরের পাহেলগামে হামলার ঘটনার জেরে এবার খেলার মাঠেও প্রতিশোধমূলক পদক্ষেপ নিল মোদি সরকার। পাকিস্তানের জাতীয় দলের চার বর্তমান ক্রিকেটার—বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি ও হ্যারিস রউফের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে।

শনিবার (৩ মে) পাকিস্তানের শীর্ষ সংবাদমাধ্যম জিও নিউজ এবং ভারতের আনন্দবাজার পত্রিকা বিষয়টি নিশ্চিত করেছে। কোনো পূর্ব সতর্কতা বা ব্যাখ্যা ছাড়াই হঠাৎ করেই এই নিষেধাজ্ঞা জারি করে ভারতীয় কর্তৃপক্ষ। ক্রীড়াঙ্গনে ব্যক্তিগত মতপ্রকাশ বা আন্তর্জাতিক সম্প্রীতির বদলে এখন সেখানে ‘জাতীয় নিরাপত্তা’র মোড়কে চেপে বসেছে রাজনৈতিক প্রতিহিংসা।

এটাই প্রথম নয়। এর আগে পাকিস্তানের জ্যাভলিন তারকা আরশাদ নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ভারতে নিষিদ্ধ করা হয়। এমনকি তাকে আমন্ত্রণ জানানোয় ভারতের অলিম্পিক বিজয়ী নীরজ চোপড়াকেও তীব্র সমালোচনার মুখে পড়তে হয়। তারপরই নাদিমের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটে।

ভারতীয় কর্তৃপক্ষ কয়েক দিন আগেই পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার, বাসিত আলি, রশিদ লতিফসহ ১৬টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে ‘ভারতবিরোধী মন্তব্য’-এর অজুহাতে।

বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিক অক্ষমতা ঢাকতে ভারত এখন ক্রীড়াক্ষেত্রেও সেন্সরশিপ আর প্রতিহিংসার আশ্রয় নিচ্ছে। ক্রীড়ার মঞ্চকে রাজনীতির কুক্ষিগত করে দিল্লি এখন বিশ্বমঞ্চে নিজেদের আরও ছোট করে ফেলছে। আন্তর্জাতিক সম্পর্কের সৌজন্যকে উপেক্ষা করে এই সিদ্ধান্ত ভারতের গোঁড়ামির বহিঃপ্রকাশ।

ডিআর/বিএইচ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পাকিস্তান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর