হুথিরা ‘আত্মসমর্পণ’ করেছে, যুক্তরাষ্ট্র হামলা চালাবে না : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০২৫, ০১:২০
-6816d166b3faa[1]-681a60e2684f9.jpg)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প /ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র হুথি বিদ্রোহীদের ওপর বিমান হামলা বন্ধ করবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, ইরান-সমর্থিত এই গোষ্ঠী লোহিত সাগরে জাহাজে হামলা বন্ধে সম্মত হয়েছে।
মঙ্গলবার হোয়াইট হাউসে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘(হুথিরা) আর লড়াই করতে চায় না, আমরাও সেটা সম্মান জানাব ও বোমাবর্ষণ বন্ধ করব। তারা আত্মসমর্পণ করেছে।’
তবে এ বিষয়ে তিনি আর কোনো বিস্তারিত তথ্য দেননি। হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্র গত মার্চ থেকে ইয়েমেনে হুথিদের লক্ষ্য করে বিমান হামলা বাড়িয়েছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, এই সময়ের মধ্যে তারা ইয়েমেনে এক হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
২০২৩ সালের অক্টোবরে হামাস ইসরায়েলে অভিযান চালালে গাজায় ইসরায়েলের বিমান হামলা শুরু হয়। এর প্রতিবাদে হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করে।
এখন পর্যন্ত হুথিরা ডজনখানেক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তারা দুটি বাণিজ্যিক জাহাজ ডুবিয়েছে, একটি দখলে নিয়েছে ও চারজন নাবিককে হত্যা করেছে। এই হামলার কারণে বিশ্বের প্রায় ১৫ শতাংশ সমুদ্রপথ বাণিজ্যের রুট লোহিত সাগর এড়িয়ে বহু জাহাজকে আফ্রিকার দক্ষিণ প্রান্ত ঘুরে দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে।
মার্কিন নেতৃত্বাধীন নৌবাহিনী হুথিদের অনেক হামলা প্রতিহত করেছে। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে শুরু হওয়া হামলা ট্রাম্পের সময়ে আরও তীব্র হয়।
গত মাসে হুথিরা অভিযোগ করে, উত্তর-পশ্চিম ইয়েমেনের একটি বন্দিশিবিরে মার্কিন বিমান হামলায় অন্তত ৬৮ আফ্রিকান অভিবাসী নিহত হয়েছে।
হুথিরা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত রেখেছে। গত রোববার তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে গিয়ে পড়ে এর ক্ষেপণাস্ত্র।
এর জবাবে মঙ্গলবার ইসরায়েল ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে বড় আকারের হামলা চালায়। এতে বিমানবন্দর সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে বলে জানান এক কর্মকর্তা।
এর বাইরে ইসরায়েল বিদ্যুৎকেন্দ্র ও একটি সিমেন্ট কারখানাতেও হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার হুদায়দাহ বন্দরে ও আরেকটি সিমেন্ট কারখানায়ও বোমাবর্ষণ করে ইসরায়েল।
ওএফ