-681b3fa593464.jpg)
পাকিস্তানের কাশ্মীর এবং আরও একাধিক অঞ্চলে বিমান হামলা চালিয়েছে ভারত। মঙ্গলবার (৬ মে) গভীর রাতে এই হামলা চালানো হয়। পাকিস্তান এই হামলাকে ‘স্পষ্ট যুদ্ধ’ বলে মন্তব্য করেছে।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনার পর থেকেই পারমাণবিক অস্ত্রধারী এই দুই দেশের মধ্যে উত্তেজনা চলে আসছিল।
মঙ্গলবার ভারত যে হামলা চালিয়েছে, দেশটি সেটির নাম দিয়েছে ‘অপারেশন সিঁদুর’। অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারত পাকিস্তানের নয়টি স্থানে হামলা চালিয়েছে। কিন্তু এতকিছু থাকতে অভিযানের নাম ‘সিঁদুর’ রাখা হলো সেটাই এখন প্রশ্ন।
সিঁদুর হলো এক ধরনের লাল রংয়ের পাউডার। যেটি হিন্দু বিবাহিত নারীরা তাদের সিঁথিতে পরে থাকেন। গত ২২ এপ্রিল পেহেলগামে বন্দুক হামলায় ২৬ জন পুরুষ নিহত হয়েছেন। যাদের অধিকাংশই হিন্দু। আর এসব নিহত ব্যক্তিদের বিধবা স্ত্রীদের সিঁদুরের প্রতি ‘সম্মান’ জানিয়ে এমন নামকরণ করা হয়েছে। এই নাম দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তবে বিশ্লেষকরা বলছেন, এই নামের মাধ্যমে ভারত স্পষ্টভাবে ধর্মযুদ্ধের প্রতি ইঙ্গিত করেছে। কারণ, সিঁদুর এমন এক বস্তু, যা শুধু হিন্দু নারীরাই ব্যবহার করেন। এই অভিযানের মাধ্যমে নরেন্দ্র মোদি ভারতের সমগ্র হিন্দুদের দৃষ্টি আকর্ষণ করতে চান, যা রাজনৈতিকভাবে তাকে ‘উপকার’ করতে পারে।
ডিআর/বিএইচ