পাকিস্তানের প্রতি তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত
২ দেশের হামলায় উদ্বিগ্ন এরদোগান সরকার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০২৫, ২০:২৮
-681b6e06710c4.jpg)
তুরস্ক বলেছে, পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে ভারতের হামলা যুদ্ধের ঝুঁকি বাড়িয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তারা (তুরস্ক) পাকিস্তান ও ভারতের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এবং তারা এর ওপর নজর রাখছেন।
তিনি বলেন, আমরা বেসামরিক ব্যক্তি ও স্থাপনার ওপর যেকোনো উসকানিমূলক পদক্ষেপ ও হামলার নিন্দা জানাচ্ছি।’
তিনি আরও বলেন, আমরা আশা করি উত্তেজনা কমাতে দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে।
ওই বিবৃতিতে আরও বলা হয়, পেহেলগামের ঘটনার তদন্তের জন্য পাকিস্তান যে দাবি জানিয়েছে তুরস্ক সেটি সমর্থন করে।
ডিআর/বিএইচ