‘প্রিয় ভাই’ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা : শেহবাজ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২৫, ১৩:০৭

তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ /ছবি : সংগৃহীত
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বৃহস্পতিবার জানান, তিনি তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এরদোয়ানকে ‘প্রিয় ভাই’ হিসেবে সম্বোধন করেন। এই সংকটময় সময়ে পাকিস্তানের প্রতি সংহতি ও সমর্থন জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শেহবাজ বলেন, তিনি পাকিস্তান সেনাবাহিনীর ‘বীরোচিত ভূমিকা’ সম্পর্কে এরদোয়ানকে অবহিত করেছেন।
তিনি লিখেছেন, ‘আমরা যেকোনো মূল্যে আমাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করব। দক্ষিণ এশিয়ায় উত্তেজনা প্রশমনে তুরস্কের উদ্যোগ ও শান্তি বজায় রাখার প্রচেষ্টার জন্য পাকিস্তান কৃতজ্ঞ।’
তুরস্ক ও পাকিস্তানের সম্পর্ক দীর্ঘদিনের। বুধবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলাকে ‘পূর্ণাঙ্গ যুদ্ধের ঝুঁকি তৈরি করছে’ বলে সতর্ক করে।
তুরস্ক জানায়, ‘আমরা উসকানিমূলক এই ধরনের পদক্ষেপ এবং বেসামরিক মানুষ ও অবকাঠামোকে লক্ষ্য করে চালানো হামলার নিন্দা জানাচ্ছি।’ একই সঙ্গে, কাশ্মীরের ভারত-শাসিত অংশে ২২ এপ্রিলের জঙ্গি হামলার তদন্তের দাবিতে পাকিস্তানের অবস্থানকেও সমর্থন জানায় তারা। দিল্লি এ হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করলেও পাকিস্তান তা অস্বীকার করেছে।
ওএফ