ভারতের উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২৫, ১৩:১৬

উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে /ছবি : সংগৃহীত
ভারতের উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। চারধাম যাত্রার তীর্থযাত্রীদের নিয়ে গঙ্গোত্রী যাওয়ার সময় উত্তরকাশীর গঙ্গনানিতে ভেঙে পড়ে বেসরকারি সংস্থার কপ্টারটি।
জানা গেছে, হেলিকপ্টারে চালকসহ ৭ জন ছিলেন। তাদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে।
প্রাথমিকভাবে খারাপ আবহাওয়ার জন্য দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে দুর্ঘটনার আসল কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
উত্তরাখণ্ডে চলছে চার ধাম যাত্রা। কেদারনাথ, বদ্রিনাথ, গঙ্গোত্রী ও যমুনত্রীতে যাচ্ছেন হাজার হাজার তীর্থযাত্রী। অনেকে হেলিকপ্টারে করেও পৌঁছচ্ছেন তীর্থস্থানগুলোতে। আর সেই পরিষেবা দিচ্ছে বেশ কয়েকটি বেসরকারি সংস্থা।
বৃহস্পতিবার সকালে যে হেলিকপ্টারটি ভেঙে পড়েছে সেটি অ্যারোট্রিক নামে একটি সংস্থার। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় উদ্ধারকারীরা। আহত ২ জনকে উদ্ধার করে তারা হাসপাতালে পাঠিয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধারের কাজ চলছে।
ভারতের আবহাওয়া দফতর চার ধাম যাত্রার মধ্যেই উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। বৃষ্টির সঙ্গে বজ্রপাত হতে পারে বলেও সতর্কতা জারি করা হয়েছে।
ওএফ