Logo

আন্তর্জাতিক

ভারত-পাকিস্তানকে সংঘর্ষ থামানোর আহ্বান ট্রাম্পের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৫, ১৩:২৬

ভারত-পাকিস্তানকে সংঘর্ষ থামানোর আহ্বান ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প /ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত ও পাকিস্তানকে অবিলম্বে সংঘাত বন্ধ করার আহ্বান জানিয়েছেন। পারমাণবিক ক্ষমতাসম্পন্ন এই দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে সহায়তা করার আগ্রহও প্রকাশ করেছেন তিনি।

বুধবার হোয়াইট হাউসে এক বক্তব্যে ট্রাম্প বলেন, ‘পরিস্থিতি ভয়াবহ। আমি উভয় দেশকেই ভালোভাবে চিনি এবং চাই তারা এটি সমাধান করুক। আমি তাদের থামা অবস্থায় দেখতে চাই। তারা পস্পরকে পাল্টা জবাব দিচ্ছে। আশা করি এটা বন্ধ হবে।’

ভারত ও পাকিস্তান তাদের বিরোধপূর্ণ সীমান্তে ভারি কামান হামলার মুখোমুখি হওয়ার সময়ে ট্রাম্প তার মন্তব্য করলেন।

পাকিস্তান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সামরিক মিত্র। তবে ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে মোদিকে অভ্যর্থনা জানিয়েছিলেন ট্রাম্প।

ট্রাম্প ওভাল অফিসে বলেন, ‘আমাদের দুই দেশের সঙ্গেই খুব ভালো সম্পর্ক আছে এবং আমি চাই এই সংঘাত পরিস্থিতি বন্ধ হোক। আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি, তাহলে তা করতে আমি প্রস্তুত।’

ট্রাম্প প্রাথমিকভাবে এই সংকটকে ভারত ও পাকিস্তানের মধ্যে পুরনো উত্তেজনার অংশ হিসেবে সেভাবে আমল দেননি। এমনকি তিনি বলেন, তাদের মধ্যে বিরোধ ছিল ১,৫০০ বছর ধরে। যদিও ১৯৪৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর দুটি দেশ গঠিত হয়েছিল।

তবে মঙ্গলবার হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত ও পাকিস্তানের তার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। উভয় পক্ষকে ক্রমবর্ধমান সামরিক সংঘাত নিরসনের জন্য আলোচনায় অংশ নিতে উৎসাহিত করেছেন।

এক বিবৃতিতে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউজেস বলেছেন, ‘পরিস্থিতি শান্ত করতে এবং আরও উত্তেজনা প্রশমনে তিনি ভারত ও পাকিস্তানকে তাদের নেতৃত্বের মধ্যে পুনরায় যোগাযোগের পথ খোলার জন্য উৎসাহিত করছেন।’

ওএফ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পাকিস্তান ভারত পাকিস্তান যুদ্ধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর