Logo

আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে গোপন আলোচনায় সিরিয়া

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৫, ১৪:০২

ইসরায়েলের সঙ্গে গোপন আলোচনায় সিরিয়া

সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল-শারআ /ছবি : সংগৃহীত

সিরিয়ান সরকার ইসরায়েলের সঙ্গে গোপন আলোচনা চালাচ্ছে। যাতে দেশটিতে ইসরায়েলি হামলা বন্ধ হয় ও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়। বিষয়টি জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল-শারআ।

প্যারিসে এক সংবাদ সম্মেলনে আল-শারআ বলেন, ‘ইসরায়েলের সঙ্গে মধ্যস্থতাকারীদের মাধ্যমে গোপনে আলোচনা চলছে। যাতে পরিস্থিতি ঠাণ্ডা রাখা যায় ও এমন অবস্থায় না পৌঁছে যেখানে দুই পক্ষই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারে।’

তিনি বলেন, ‘আমরা এমন সব দেশের সঙ্গে যোগাযোগ করছি যারা ইসরায়েলের সঙ্গে কথা বলতে পারে। যাতে তারা ইসরায়েলকে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার জন্য চাপ দেয়।’

আল-শারআর মতে, আলোচনার মূল লক্ষ্য হলো জাতিসংঘ-প্রস্তাবিত ১৯৭৪ সালের চুক্তির প্রতি ইসরায়েলের সম্মান প্রদর্শন এবং সেই অনুযায়ী সীমান্তে ফিরে যাওয়া, যাতে জাতিসংঘ শান্তিরক্ষীরা ফিরে আসতে পারে। ওই সীমান্তটি সিরিয়া ও ইসরায়েল অধিকৃত গোলান হাইটসের মধ্যে অবস্থিত। ১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েল সিরিয়ার কাছ থেকে দখল করে নেয়।

সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার পতনের পর থেকে ইসরায়েল সিরিয়ার আরও ভূখণ্ড দখলে নিয়েছে। একাধিক সামরিক অভিযান চালিয়েছে যাতে সিরিয়ার সেনা পুনর্গঠনের চেষ্টা ভেস্তে যায় এবং যেকোনো ধরনের জঙ্গিবাদী হুমকি প্রতিহত করা যায়।

প্রথমে এসব অভিযানে ইসরায়েলের অবস্থানকে সাময়িক বলা হলেও, এখন ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, তারা অনির্দিষ্টকালের জন্য সিরিয়ায় থেকে যাবে। দক্ষিণ সিরিয়ায় তারা একটি বাফার জোন গঠন করেছে, সিরিয়ার দ্রুজ সংখ্যালঘুদের রক্ষা করার যুক্তিতে। 

বুধবার ইসরায়েলি পুলিশ জানায়, তাদের সীমান্ত পুলিশ এখন সিরিয়ার ভেতর কাজ করছে, যা এই প্রথম।

আল-শারআ বলেন, ‘ইসরায়েলের এসব হস্তক্ষেপ ১৯৭৪ সালের চুক্তিকে লঙ্ঘন করেছে। আমরা যখন দামেস্কে এসেছি, তখন থেকেই আমরা জানিয়েছি যে সিরিয়া ওই চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

রয়টার্স এক প্রতিবেদনে জানায়, সংযুক্ত আরব আমিরাত ইসরায়েল ও সিরিয়ার মধ্যে একটি গোপন যোগাযোগ চ্যানেল খুলেছে এবং আলোচনাগুলো নিরাপত্তা, গোয়েন্দা ও আস্থা বিষয়ক। উল্লেখ্য, আল-শারআ গত মাসে আমিরাত সফর করেছিলেন।

তবে আমিরাতের সহকারী পররাষ্ট্রমন্ত্রী লানা নুসাইবেহ এই দাবি প্রত্যাখ্যান করে বলেন, ‘আমিরাত ইসরায়েল ও সিরিয়ার মধ্যকার কোনো গোপন আলোচনার মধ্যস্থতাকারী নয়। আমরা এমন কোনো প্রক্রিয়ার অংশ নই।’

এ বিষয়ে মন্তব্য জানার জন্য সিএনএন ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করেছে।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর