Logo

আন্তর্জাতিক

ভারতের পাঠানো ১২ ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

দাবি আইএসপিআরের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৫, ১৪:১৭

ভারতের পাঠানো ১২ ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

পাকিস্তানের একাধিক স্থানে ইসরায়েলি হারপ ড্রোন পাঠিয়ে হামলার চেষ্টা চালায় ভারত /ছবি : সংগৃহীত

পাকিস্তানের একাধিক স্থানে ইসরায়েলি হারপ ড্রোন পাঠিয়ে হামলার চেষ্টা চালায় ভারত এমন অভিযোগ করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর)। সংস্থাটি জানায়, বুধবার দিবাগত রাতে আবারও ‘সরাসরি সামরিক আগ্রাসনের’ চেষ্টা চালিয়েছে ভারত।

বৃহস্পতিবার আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ‘ভারত গত রাতে পাকিস্তানের বিরুদ্ধে আবারও স্পষ্ট ও মারাত্মক সামরিক আগ্রাসন চালিয়েছে। তারা একাধিক জায়গায় হারপ ড্রোন পাঠিয়েছে।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তান সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্কতায় থাকায় এখন পর্যন্ত এসব ড্রোনের মধ্যে ১২টি ভূপাতিত করা হয়েছে।’

পাকিস্তান সেনাবাহিনী বলছে, দেশের আকাশসীমা রক্ষায় তাদের বাহিনী প্রস্তুত এবং যেকোনো হুমকির জবাব দিতে তারা প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, পাহেলগাঁও হামলার জবাব দিতে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও পাকিস্তানশাসিত কাশ্মীরে ‘অপারেশন সিন্দুর’ নামের একটি সামরিক অভিযান চালায় ভারত। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, মাত্র ২৫ মিনিটের এই অভিযানে কোনো বেসামরিক, অর্থনৈতিক বা সামরিক স্থাপনায় আঘাত হানা হয়নি। টার্গেট ছিল লস্কর-ই-তৈয়বা ও জইশ-ই-মোহাম্মদের জঙ্গি অবকাঠামো।

তবে পাকিস্তান বলছে, বাস্তব চিত্র ভিন্ন। ইসলামাবাদের দাবি, ছয়টি স্থানে চালানো ওই বিমান হামলায় বেসামরিক লোকজন নিহত হয়েছেন। একাধিক মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর ভাষ্যমতে, ভারতের কয়েকটি হামলা দেশটির ঘনবসতিপূর্ণ পাঞ্জাব প্রদেশেও আঘাত হেনেছে। ১৯৭১ সালের যুদ্ধের পর এটিই ভারতের সবচেয়ে গভীর সীমানা লঙ্ঘন বলে মনে করছে পাকিস্তান।

ওএফ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভারত পাকিস্তান যুদ্ধ পাকিস্তান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর