
ছবি : বাংলাদেশের খবর
ভ্যাটিকান সিটির সিস্টিন চ্যাপেল থেকে আজও সাদা ধোঁয়ার বদলে উঠেছে কালো ধোঁয়া, যা জানান দিচ্ছে এখনো নতুন পোপ নির্বাচন হয়নি। আজও দুই-তৃতীয়াংশ ভোট কেউই পাইনি। যার ফলে আজও পোপ নির্বাচন হয়নি।
রোম সময় ১০টা ২০ মিনিটের কনক্লেভের ভোট শেষ হলেও ভ্যাটিকান সিটির সিস্টিন চ্যাপেলে শুরু হয়। আর ১১.৫১ মিনিটে চ্যাপেল দিয়ে কালো ধোঁয়া উড়ে। সকালের পর্বে পোপ নির্ধারণ হওয়ার সম্ভাবনা থাকলেও সেটি হয়নি। তবে এখন বিশ্ব বাসীর অপেক্ষা সন্ধ্যায়। কে হবে নতুন পোপ সেটি আজ সন্ধ্যায় নির্ধারণের আরও একটি সুযোগ রয়েছে। তবে যদি সন্ধ্যায় ও না হয় তবে আবারও আরেকটি দিনের অপেক্ষা করতে হবে ক্যাথলিক সম্প্রদায়কে।
ধর্মযাজক ফাদার রিজন মারিও বাংলাদেশের খবরকে বলেন, ‘কনক্লেভের প্রক্রিয়া বুধবার শুরু হয় । সেখানে সিস্টিন চ্যাপেলের দরজা খোলার পর ১১৩ জন কার্ডিনাল প্রার্থনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ভোটিং প্রক্রিয়া শুরু করেন। প্রথম রাউন্ডের ভোটগ্রহণ শেষে কার্ডিনালদের সেক্রেটারি, প্রার্থনা পরিচালক ও অনুষ্ঠানের প্রধানরা চ্যাপেল ত্যাগ করেন এবং দরজা বন্ধ করে দেন। এরপর ভোট গণনা শুরু হয়, কিন্তু ফলাফল আসে অমীমাংসিত। নিয়ম অনুযায়ী তখন আকাশে চ্যাপেলর ভিতর থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসে। যা জানান দেয় এখনো পোপ নির্বাচিত হয়নি।
কালো ধোঁয়ার অর্থ কী?
পোপ নির্বাচনের সময় সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে ওঠা ধোঁয়ার রংই জানান দেয় ফলাফল। কালো ধোঁয়া (বা ধূসর) মানে কোনো সিদ্ধান্ত হয়নি, আর সাদা ধোঁয়া মানে নতুন পোপ নির্বাচিত হয়েছেন। বুধবার সন্ধ্যায় (রোম সময়) কালো ধোঁয়া দেখে বোঝা গেল, কার্ডিনালরা এখনো একমত হতে পারেননি।
কখন আসবে নতুন পোপ?
ঐতিহ্য অনুযায়ী, কনক্লেভে দিনে চারবার ভোট হয়। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা (দুই-তৃতীয়াংশ ভোট) পেলে তবেই পোপ নির্বাচন সম্পন্ন হয়। গত কয়েক দশকের ইতিহাসে দেখা গেছে, পোপ নির্বাচন কয়েক ঘণ্টা থেকে কয়েক দিনও লেগেছে। যেমন, ২০১৩ সালে পোপ ফ্রান্সিস নির্বাচিত হয়েছিলেন দ্বিতীয় দিনের পঞ্চম ভোটে।
পরবর্তী কী হবে?
আজ আবার ভোটগ্রহণ হবে, এবং বিশ্বের ক্যাথলিক সম্প্রদায়ের দৃষ্টি থাকবে সিস্টিন চ্যাপেলের দিকে। যদি কোনো কার্ডিনাল প্রয়োজনীয় ভোট পান, তাহলে সাদা ধোঁয়ার মাধ্যমে তা ঘোষণা করা হবে। নতুন পোপ নির্বাচিত হলে তিনি ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকার বারান্দা থেকে "হ্যাবেমাস পাপাম" (আমাদের একজন পোপ আছেন) বলে বিশ্ববাসীকে জানাবেন।
বর্তমানে সবাই অপেক্ষায় কে হবেন পরবর্তী পোপ? উত্তর মিলতে পারে আগামী কয়েক ঘণ্টা বা কয়েক দিনে।
প্রসঙ্গত, ৭ মে রোম সময় বিকেল সাড়ে ৪টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়) শুরু হওয়া কনক্লেভের প্রথম দিনেই ভোটগ্রহণ শেষ হলেও, প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে কেউই পোপ হিসেবে নির্বাচিত হতে পারেননি বলে বাংলাদেশের খবরকে বিষয়টি নিশ্চিত করেছেন সেখানে থাকে ধর্মযাজক ফাদার রিজন মারিও।
জেসি/এমআই