পরমাণু অস্ত্র সংস্থার জরুরি বৈঠক ডাকলেন শাহবাজ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০২৫, ০৮:১২

পাকিস্তানে পরমাণু অস্ত্র তদারককারী সংস্থার জরুরি বৈঠক /ছবি : সংগৃহীত
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দেশের পরমাণু অস্ত্র তদারককারী সংস্থা ন্যাশনাল কমান্ড অথরিটির (এনসিএ) জরুরি বৈঠক আহ্বান করেছেন।
ন্যাশনাল কমান্ড অথরিটি পাকিস্তানের পারমাণবিক নীতিমালা ও ব্যবস্থাপনার সর্বোচ্চ কর্তৃপক্ষ।
শুক্রবার (৯ মে) দিবাগত রাতে ভারত পাকিস্তানের তিনটি বিমানঘাঁটিতে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর পাল্টা জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনইয়ান-উন-মারসুস’ শুরু করেছে।
وزیر اعظم نے نیشنل کمانڈ اتھارٹی کی میٹنگ طلب کر لی@CMShehbaz #PakistanZindabad#BunyanAlMarsous#IronWall pic.twitter.com/1jXMyzraA2
এরআগে, ভারত ‘অপারেশন সিন্দুর’-এর আওতায় ৭ মে ভোরে পাকিস্তানের বিভিন্ন স্থানে ধারাবাহিক বিমান হামলা চালায়। পাকিস্তানের সামরিক বাহিনী আইএসপিআর জানায়, এই অভিযানে ছয়টি এলাকায় মোট ২৪টি হামলার ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত অন্তত ৩৩ পাকিস্তানি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন ও ৭৬ জন আহত হয়েছেন।
এর জবাবে পাকিস্তান দ্রুত পাল্টা হামলা চালিয়ে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত এবং ভারতের একটি ব্রিগেড সদর দফতর ও নিয়ন্ত্রণ রেখা বরাবর একাধিক চেকপোস্ট ধ্বংস করেছে বলে দাবি করেছে।
৭ মে থেকে এখন পর্যন্ত পাকিস্তান বলছে, তারা মোট ৭৭টি ভারতীয় ড্রোন গুলি করে নামিয়েছে।
ওএফ