পাকিস্তানের অপারেশন ‘বুনইয়ান-উন-মারসুস’ কোরআনের যে সুরা থেকে নেয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০২৫, ০৮:৫৪

ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযানের নাম ‘অপারেশন বুনইয়ান-উন-মারসুস’ /ছবি : সংগৃহীত
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযানের নাম ‘অপারেশন বুনইয়ান-উন-মারসুস’। ভারতের হামলার জবাবে পাল্টা এই অভিযান শুরু করে পাকিস্তান। ইতোমধ্যে ভারতের বিভিন্ন স্থানে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে পাকিস্তান।
উল্লেখ্য, ‘বুনিয়ান আল মারসুস’ (بنيان مرصوص) একটি আরবি শব্দগুচ্ছ, যার অর্থ ‘ইস্পাত বা লোহার দেয়াল বা সীসাঢালা প্রাচীর’। এটি পবিত্র কোরআন থেকে নেওয়া একটি শব্দ।
এই নামটি মূলত কোরআনের একটি আয়াত থেকে নেওয়া হয়েছে। “إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلَّذِينَ يُقَـٰتِلُونَ فِى سَبِيلِهِۦ صَفًّا كَأَنَّهُم بُنْيَـٰنٌۭ مَّرْصُوصٌۭ”
অর্থাৎ- ‘নিশ্চয়ই আল্লাহ তাকে ভালোবাসেন, যারা তাঁর পথে যুদ্ধ করে দৃঢ় সারিতে, যেন তারা একটি সীসাঢালা প্রাচীর।’ (সুরা আস-সফ, আয়াত ৪)
প্রথম দফায় পাঞ্জাবের বেয়াসে অবস্থিত একটি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।