দিল্লিতে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ভুল তথ্য

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০২৫, ১৭:০০
-681f31b0b6db9.jpg)
বিবিসির দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্পাদক আনবারাসান ইথিরাজান বলেছেন, আজ সকালে যখন আমি আমার হোটেল থেকে বিবিসি ব্যুরোতে ছুটে যাচ্ছিলাম, তখন ট্যাক্সি ড্রাইভারটি জানতে আগ্রহী ছিল যে পাকিস্তানের সাথে কোনো সংঘাত শুরু হবে কিনা।
সে আমাকে তার ফোনে থাকা একটি ধ্বংসাবশেষের ছবি দেখিয়ে বলে যে এটি ভারতের পাঞ্জাব প্রদেশের সীমান্তের কাছে তার গ্রামের কাছে পড়েছে। তার গ্রামে থাকা এক ভাই ছবিটি পাঠিয়েছে।
বিবিসি স্বাধীনভাবে এই ছবিটি যাচাই করতে পারেনি, তবে মনে হচ্ছে এখানকার লোকেরা এখন সীমান্তবর্তী গ্রাম এবং শহরে বসবাসকারী তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে তথ্য জানছে।
আজ সকালে দিল্লির পরিবেশ স্বাভাবিক দেখাচ্ছিল, বাস, গাড়ি এবং অটোরিকশা চলাচল করছে এবং ফুটপাতে চা বিক্রেতারা দাঁড়িয়ে আছে।
দিল্লি থেকে খুব দূরে সিরসা শহরে একটি ধ্বংসাবশেষ পাওয়ার খবর এসেছে, তবে কারা গুলি চালিয়েছে এবং ড্রোনটি কোথা থেকে এসেছে তা স্পষ্ট নয়।
মানুষ বুঝতে পারছে যে সংঘর্ষ এখন বাস্তবতা, পাকিস্তান সীমান্তবর্তী রাজ্যগুলোর কয়েকটি জায়গায় মানুষদের ঘরের ভেতরে থাকতে বলা হচ্ছে।
এ ছাড়াও প্রচুর ভুল তথ্য এবং ভুয়া খবর মানুষের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগের সৃষ্টি করছে।
ডিআর/বিএইচ